৮১৯ ভাটাই অবৈধ, লোক সংকটে হয় না অভিযান
রংপুর বিভাগের ৮ জেলায় ৯৫৩টি ইটভাটার মধ্যে অবৈধ ৮১৯টি। নিয়ম না মেনে গড়ে ওঠা এসব ভাটায় পোড়ানো হচ্ছে ইট। এতে পরিবেশের ক্ষতি হচ্ছে, প্রভাব পড়ছে জীববৈচিত্র্যে। এ ছাড়া জনবলসংকটে কর্তৃপক্ষ ঠিকমতো অভিযান চালাতে পারছে না।