Ajker Patrika

২ বিশেষ ট্রেন চালাতে ৫০ কোচ মেরামত

জসিম উদ্দিন, নীলফামারী
আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১৫: ০৩
Thumbnail image

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীসেবা বাড়ানোর লক্ষ্যে পশ্চিমাঞ্চলে দুটি বিশেষ ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ জন্য দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানায় অতিরিক্ত ৫০টি কোচ মেরামতের কাজ চলছে। এসব কোচের কিছু দিয়ে বিশেষ ট্রেন চালু ও বাকিগুলো নিয়মিত চলাচলকারী বিভিন্ন ট্রেনে সংযোজন করে ঈদে যাত্রী পরিবহন করবে কর্তৃপক্ষ।

কারখানা সূত্রে জানা গেছে, ঈদে কোচ মেরামতের লক্ষ্যমাত্রা নির্ধারণের জন্য সম্প্রতি কারখানায় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) সাদেকুর রহমান। সভায় কারখানার ওয়ার্কস ম্যানেজার শেখ হাসানুজ্জামানসহ ২৯টি উপকারখানার ইনচার্জ উপস্থিত ছিলেন। এ সময় লোকবল পরিস্থিতিসহ অন্যান্য বিষয় আলোচনায় গুরুত্ব পায়।

সূত্র জানায়, সৈয়দপুর রেলওয়ে কারখানায় বাজেটস্বল্পতা রয়েছে। এর ওপর আছে লোকবলের সংকট। তবে ঈদের জন্য অতিরিক্ত যাত্রী পরিবহনের বিষয়টি মাথায় রেখে অতিরিক্ত ৫০টি কোচ মেরামতের উদ্যোগ নেওয়া হয়। এ জন্য শ্রমিকদের অতিরিক্ত কাজের মজুরি (ওভারটাইম) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

প্রকৌশলীরা জানান, বর্তমানে কারখানার যান্ত্রিক শাখায় ২ হাজার ৮৫৯ জন কর্মীর বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ৬৩২ জন। বৈদ্যুতিক শাখায় ৩৩৭ জনের বিপরীতে কর্মরত আছেন ১৪৮ কর্মচারী।

মাত্র ২৫ ভাগ জনবল নিয়ে চলছে দেশের বৃহত্তম রেলওয়ে কারখানাটি। এ পরিস্থিতিতে লোকবল নিয়োগ না হলে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন প্রকৌশলীরা। তবে ঈদকে সামনে রেখে কোচ মেরামত কাজে কারখানায় প্রাণচাঞ্চল্য দেখা গেছে।

কারখানার কর্মচারী হাবিবুর রহমান বলেন, ‘আমরা নিয়মিত কাজের বাইরে প্রতিবছর ঈদে অতিরিক্ত রেলকোচ মেরামতের কাজ করে থাকি। গত দুই বছর করোনাকালে কারখানায় স্বাভাবিক উৎপাদন বজায় ছিল। সে ধারাবাহিকতায় ঈদকে সামনে রেখে আরও ৫০টি কোচ মেরামত করা হচ্ছে।’

কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) সাদেকুর রহমান বলেন, ‘আমাদের সীমাবদ্ধতা রয়েছে। তবে শ্রমিক-কর্মচারীদের মধ্যে উদ্দীপনাও আছে। সেই উদ্দীপনাকে পুঁজি করে রেলসেবা বাড়াতে নানা পদক্ষেপ রয়েছে। আসছে ঈদে অতিরিক্ত ৫০টি যাত্রীবাহী কোচ মেরামত শেষে ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হবে। যার কাজ এর মধ্যে শুরু হয়েছে।’

এই কর্মকর্তা জানান, মেরামত শেষে ৫০টি কোচ রেলবহরে যুক্ত হলে ঈদে অতিরিক্ত ২৫ লাখ মানুষকে পরিবহন সেবা দেওয়া যাবে। মেরামত করা কোচের ট্রেনগুলোতে একদিকে যেমন থাকবে বেশি যাত্রী পরিবহনের সুবিধা অন্যদিকে যাত্রীদের জন্যও থাকবে বাড়তি সুবিধা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টুঙ্গিপাড়া থানা-পুলিশকে নিরাপত্তা দিতে রাতভর সেনাবাহিনীর পাহারা

গণ-অভ্যুত্থান ও পরবর্তী পরিস্থিতি নিয়ে যা বললেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম

বগুড়ায় আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

ব্যবসা গুটিয়ে নিচ্ছেন সিরামিক শিল্পের মালিকেরা

ভারতকে নিয়ে বাংলাদেশসহ প্রতিবেশীদের এত সন্দেহ কেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত