Ajker Patrika

শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১৫: ০৮
শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একটি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।

জানা গেছে, কিছুদিন আগে প্রধান শিক্ষক বাবুল টিফিনের সময় এক ছাত্রীকে তাঁর কক্ষে ডেকে নিয়ে যান। পরে টাকার প্রলোভন দেখিয়ে তাকে স্পর্শ করেন। ওই সময় ওই ছাত্রী ভয়ে অজ্ঞান হয়ে যায়।

ভুক্তভোগীর বাবা বলেন, ‘আমার মেয়ে আমাকে ভয়ে কিছু বলেনি। তার বান্ধবীদের কাছ থেকে ঘটনা জানার পর স্থানীয় চেয়ারম্যানের কাছে অভিযোগ দেই।’

স্থানীয় ভানোর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাটি জঘন্য। আমার কাছে এলে আমি আইনের আশ্রয় নিতে বলি এবং উপজেলা শিক্ষা কর্মকর্তাকে মোবাইল ফোনে বিষয়টি জানাই।’

উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান বলেন, ‘ঘটনা শোনার পর আমি বিদ্যালয়ে গিয়েছিলাম এবং ওই ছাত্রীর বাবার সঙ্গে কথা বলার চেষ্টা করি। তবে তিনি ওই সময় কথা বলতে রাজি হননি।’

অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক বাবুল হোসেন বলেন, ‘বিদ্যালয়টি একটি পদে নিয়োগ নিয়ে একটি ঝামেলা সৃষ্টি হয়েছে। এ কারণে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে হয়রানি করা হচ্ছে। এটি একটি ষড়যন্ত্রমূলক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত