এক রাতেই শেষ মেনারুলের স্বপ্ন
স্বপ্ন দেখেছিলেন ছোট্ট একটা গরুর খামার করবেন। দিনমজুরির পাশাপাশি গরুর দুধ বিক্রি করে সংসার সামলাবেন, ছেলেমেয়েদের স্কুলে পাঠাবেন। সে স্বপ্ন ধীরে ধীরে গড়ে তুলেছিলেন মেনারুল ইসলাম। পাঁচ বছরে একটি গরু থেকে বেড়ে দাঁড়ায় চারটি গাভি ও তিনটি বাছুরে। দুধ বিক্রির টাকায় চলত সংসার, সন্তানদের পড়াশোনাও।