Ajker Patrika

নিখোঁজের এক দিন পর পুকুরে মিলল কিশোরের লাশ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দিনাজপুরের খানসামা উপজেলায় নিখোঁজের এক দিন পর পুকুর থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (৬ জুলাই) সকাল ৬টার দিকে ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া গণিপাড়া এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত রানা ইসলাম (১৫) ওই এলাকার ওবায়দুল ইসলামের ছেলে।

আজ সকালে রানার বাড়ির পাশে মোকছেদুলের পুকুরে মরদেহটি ভেসে ওঠে। পরে পরিবারের সদস্যরা তার পরিচয় শনাক্ত করেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, গতকাল শনিবার দুপুরে বড় ভাই আমিনুরের সঙ্গে মাছ ধরে বাসায় ফেরে রানা। এরপর গোসল করতে যাওয়ার কথা বলে বের হয়, কিন্তু আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে ওই পুকুরপাড়ে রানার টি-শার্ট পড়ে থাকতে দেখা যায়।

রানার বাবা ওবায়দুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘স্ত্রী বলেছিল, রানা গোসল করতে গেছে। বাড়ি না ফেরায় সারা রাত খুঁজেও পাইনি। সকালে চোখের সামনে পুকুরে ছেলের মরদেহ ভেসে উঠতে দেখে বুকটা ছিঁড়ে গেল।’

এলাকাবাসী দাবি, যেই পুকুরে মরদেহ পাওয়া গেছে, সেখানে পানি ছিল কোমর সমান, আর রানা সাঁতার জানত। এ কারণে তারা এই মৃত্যুকে রহস্যজনক মনে করছে।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খানসামায় ১১ বছর আগের ঘটনায় সাবেক জামায়াত নেতার মামলা

‘স্ত্রী পরিচয়ে’ নারীর সঙ্গে রেস্ট হাউসে ওসি, খবর পেয়ে ছাত্রদল নেতার হাঙ্গামা

বিশেষ ফ্লাইটে ২৫০ জনকে সীমান্তে এনেছে ভারত, পাঠাবে বাংলাদেশে

হুসাইন (রা.)-এর হত্যার পেছনে দায়ীদের মৃত্যু হয়েছিল যেভাবে

মুরাদনগরের মা, মেয়ে ও ছেলে হত্যাকাণ্ডের হোতা চেয়ারম্যান শিমুল বিল্লাল, নেপথ্যে মাসোহারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত