Ajker Patrika

ঘুষ নেওয়ার অভিযোগে কর্মকর্তার বদলি বাতিল, তদন্তে কমিটি গঠন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি 
অভিযুক্ত কর্মকর্তা মো. এনামুল হক। ছবি: সংগৃহীত
অভিযুক্ত কর্মকর্তা মো. এনামুল হক। ছবি: সংগৃহীত

দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সদ্য যোগদানকারী স্যানিটারি ইন্সপেক্টর (অতিরিক্ত দায়িত্ব) মো. এনামুল হকের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ ওঠায় তাঁর বদলি আদেশ বাতিল করেছে সিভিল সার্জন কার্যালয়। একই সঙ্গে এ অনৈতিক ঘটনায় তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

সিভিল সার্জন মো. আসিফ ফেরদৌসের স্বাক্ষরে ৩ জুলাই জারি করা অফিস আদেশে বলা হয়, স্বাস্থ্য সহকারী মো. এনামুল হককে গত ২৯ মে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যানিটারি ইন্সপেক্টর হিসেবে পদায়ন করা হয়। এরপর তিনি উপজেলার বিভিন্ন বাজারে গিয়ে দোকানদারদের কাছ থেকে টাকা দাবি করেন বলে অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে তাঁর বদলি আদেশ বাতিল করে মূল পদ স্বাস্থ্য সহকারী হিসেবে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, এনামুল হক খানসামায় যোগদানের পর থেকেই বিভিন্ন দোকান থেকে ভয়ভীতি ও হুমকির মাধ্যমে টাকা আদায়ের অভিযোগ ওঠে। সম্প্রতি বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও আকারে ছড়িয়ে পড়লে জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগ তৎপর হয়ে ওঠে।

এদিকে অভিযোগের সত্যতা যাচাই ও পরবর্তী করণীয় নির্ধারণে একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা সুলতানকে। সদস্যসচিব হিসেবে রয়েছেন খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামসুদ্দোহা মুকুল এবং সদস্য হিসেবে আছেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. হোসেন মো. নাহিদ। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে তদন্ত কমিটির সদস্যসচিব ডা. শামসুদ্দোহা মুকুল আজকের পত্রিকাকে বলেন, ‘সিভিল সার্জন স্যারের নির্দেশে গঠিত তিন সদস্যের কমিটি ইতিমধ্যেই তদন্তকাজ শুরু করেছে। নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন জমা দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার কণ্ঠ নকল করে প্রতারণা, এক হিসাবে ২৬ কোটি টাকা

‘ইসরায়েলে টানা ২ বছর হামলা চালালেও ইরানের সক্ষমতা শেষ হবে না’

কক্সবাজার সমুদ্রসৈকতে তলিয়ে গেছেন চবির ৩ শিক্ষার্থী, একজনের লাশ উদ্ধার

সেভেন সিস্টার্সকে সংযোগকারী ভারত-মিয়ানমারের কালাদান প্রকল্প চালু হবে ২০২৭ সালে

দল বেঁধে রাতে বাসায় ঢুকে বলে, ‘তুই আওয়ামী লীগ করিস, বাঁচতে হলে ২০ লাখ টাকা দে’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত