Ajker Patrika

কক্সবাজার সমুদ্রসৈকতে তলিয়ে গেছেন চবির ৩ শিক্ষার্থী, একজনের লাশ উদ্ধার

চবি সংবাদদাতা
আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১২: ৩৫
কে এম সাদমান রহমান সাবাব। ছবি: সংগৃহীত
কে এম সাদমান রহমান সাবাব। ছবি: সংগৃহীত

কক্সবাজার সমুদ্রসৈকতে নেমে তলিয়ে গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থী। তাঁদের মধ্যে একজনকে মৃত উদ্ধার করা গেছে। বাকি দুজন নিখোঁজ রয়েছেন।

আজ মঙ্গলবার সকালে তাঁরা নিখোঁজ হন। এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সাঈদ কামাল চৌধুরী।

মৃত উদ্ধার হওয়া শিক্ষার্থীর নাম কে এম সাদমান রহমান সাবাব। নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন—আসিফ আহমেদ ও অরিত্র হাসান।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও তাঁদের সঙ্গে ঘুরতে যাওয়া সহপাঠী সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় কক্সবাজারের উদ্দেশে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চারজন ও আরবি বিভাগের একজনসহ মোট পাঁচজন কক্সবাজারের হিমছড়িতে ঘুরতে যান। রাতে সেখানে অবস্থান করার পর ভোর সাড়ে ৫টার দিকে তাঁরা বিচে ঘুরতে যান। তাঁদের মধ্যে তিনজন সমুদ্রে গোসলে নামেন। হঠাৎ বড় ঢেউয়ের তোড়ে তলিয়ে যান ওই তিনজন।

ওই শিক্ষার্থী বলেন, ‘আমরা সেখানকার স্থানীয় জেলেদের ডাকাডাকি করি, তাঁরা দ্রুত এসেও তাঁদের উদ্ধার করতে পারেননি। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সাবাবের লাশ উদ্ধার করেন, কিন্তু বাকি দুজনকে এখনো খুঁজে পাওয়া যায়নি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক সাঈদ বিন কামাল চৌধুরী বলেন, ‘গতকাল রাতে প্রথম বর্ষের চারজন এবং অন্য বিভাগের একজনসহ মোট পাঁচজন শিক্ষার্থী কক্সবাজারে ঘুরতে যান। তাঁরা নিজ উদ্যোগে সেখানে গিয়েছেন। এর মধ্যে একজনের লাশ উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা, অন্যরা এখনো নিখোঁজ। আমরা সেখানকার পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। তাঁরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। নিখোঁজ হওয়া শিক্ষার্থীদের পরিবারকে জানানো হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় থেকে আমাদের বিভাগের সিনিয়র কয়েকজন কক্সবাজারের উদ্দেশে বেরিয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আক্কেলপুরে সন্ত্রাসী হামলায় পুলিশ কর্মকর্তা আহত

ফারজানা রুপা ও শাকিলকে গ্রেপ্তারের বিষয়ে জাতিসংঘকে ব্যাখ্যা দিল সরকার

পুতিন বরখাস্ত করার কয়েক ঘণ্টার মধ্যে রুশ মন্ত্রীর ‘আত্মহত্যা’

রেস্টহাউসে নারীর সঙ্গে ওসি: হাঙ্গামা করা সনিকে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার

গ্রাম পুলিশের ভুলে ঋণগ্রহীতা নিয়ে ভুল, প্রকৃত ব্যক্তিকে খুঁজে পেল কৃষি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত