নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অ্যাসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও তাঁর পিএস মো. ফয়সালের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে বাদী হয়ে এ মামলা করেন ৩৫ বছর বয়সী ওই নারী।
বাদীর জবানবন্দি লিপিবদ্ধ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। বাদীপক্ষের আইনজীবী মুজাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২ জুন রাজধানীর গাবতলীতে কোরবানির গরুর হাটে অভিনেতা ডিপজলের আগমনের কথা শুনে তাঁর ভক্ত হিসেবে দেখা করতে গিয়েছিলেন ওই নারী। তখন ডিপজল তাঁর পিএসকে বলেন, ‘এই মহিলা এখানে কীভাবে ঢুকল, বের কর এখান থেকে।’
পরে ডিপজলের পিএস ফয়সালসহ সেখানে থাকা ৮ থেকে ১০ জন বাদীকে শারীরিকভাবে হেনস্তা ও মারধর করে রশি দিয়ে টেনে বের করে দেওয়ার চেষ্টা করেন। আহতাবস্থায় ওই নারী বলেন, ‘আমাকে ছাড়, আমি ডিপজল ভাইয়ের কাছে বিচার দেব।’
তখন পিএস বলেন, ‘ভেতরে গেলে ডিপজল ভাই তোকে খুন করে ফেলবেন। ওকে এভাবে মারলে মনের জিদ কমবে না।’ পিএসের নির্দেশে একজন অ্যাসিড নিয়ে আসেন। সেই অ্যাসিড নারীটির ঘাড়ের দিকে ঢেলে দেওয়া হয়।
পরে ৪ জুন থেকে ১১ জুন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসা নেন ওই নারী। এ ঘটনায় গত ১২ জুন মামলা করতে গেলে ডিপজলের পিএস কল দিয়ে মামলা না করার জন্য হুমকি দেন বলে উল্লেখ করেন তিনি।
অ্যাসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও তাঁর পিএস মো. ফয়সালের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে বাদী হয়ে এ মামলা করেন ৩৫ বছর বয়সী ওই নারী।
বাদীর জবানবন্দি লিপিবদ্ধ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। বাদীপক্ষের আইনজীবী মুজাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২ জুন রাজধানীর গাবতলীতে কোরবানির গরুর হাটে অভিনেতা ডিপজলের আগমনের কথা শুনে তাঁর ভক্ত হিসেবে দেখা করতে গিয়েছিলেন ওই নারী। তখন ডিপজল তাঁর পিএসকে বলেন, ‘এই মহিলা এখানে কীভাবে ঢুকল, বের কর এখান থেকে।’
পরে ডিপজলের পিএস ফয়সালসহ সেখানে থাকা ৮ থেকে ১০ জন বাদীকে শারীরিকভাবে হেনস্তা ও মারধর করে রশি দিয়ে টেনে বের করে দেওয়ার চেষ্টা করেন। আহতাবস্থায় ওই নারী বলেন, ‘আমাকে ছাড়, আমি ডিপজল ভাইয়ের কাছে বিচার দেব।’
তখন পিএস বলেন, ‘ভেতরে গেলে ডিপজল ভাই তোকে খুন করে ফেলবেন। ওকে এভাবে মারলে মনের জিদ কমবে না।’ পিএসের নির্দেশে একজন অ্যাসিড নিয়ে আসেন। সেই অ্যাসিড নারীটির ঘাড়ের দিকে ঢেলে দেওয়া হয়।
পরে ৪ জুন থেকে ১১ জুন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসা নেন ওই নারী। এ ঘটনায় গত ১২ জুন মামলা করতে গেলে ডিপজলের পিএস কল দিয়ে মামলা না করার জন্য হুমকি দেন বলে উল্লেখ করেন তিনি।
শরীয়তপুর জেলা প্রশাসনের পার্কে বিদ্যুৎ-চালিত নাগরদোলার আসন ছিঁড়ে নিচে পড়ে তিন শিশু গুরুতর আহত হয়েছে। আজ শুক্রবার বিকেলে শহরের শিল্পকলা মাঠসংলগ্ন পার্কে এ দুর্ঘটনা ঘটে।
৫ মিনিট আগেসাভার পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনের দ্বিতীয় তলা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির হাত বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় লাশ উদ্ধারের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে পৌঁছে পরিচয় শনাক্তের চেষ্টা করে।
২০ মিনিট আগেচট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় মোহাম্মদ পহর উদ্দীন (১৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হন তাঁর চাচাতো ভাই কুতুব উদ্দীন। আজ শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার দোহাজারী হাইস্কুলের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নাসিরনগর-সরাইল আঞ্চলিক সড়কের দাঁতমণ্ডল এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আমিন মিয়া (৫০) নাসিরনগর উপজেলার শ্রীঘর গ্রামের মৃত খেলু মিয়ার ছেলে।
১ ঘণ্টা আগে