নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অ্যাসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও তাঁর পিএস মো. ফয়সালের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে বাদী হয়ে এ মামলা করেন ৩৫ বছর বয়সী ওই নারী।
বাদীর জবানবন্দি লিপিবদ্ধ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। বাদীপক্ষের আইনজীবী মুজাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২ জুন রাজধানীর গাবতলীতে কোরবানির গরুর হাটে অভিনেতা ডিপজলের আগমনের কথা শুনে তাঁর ভক্ত হিসেবে দেখা করতে গিয়েছিলেন ওই নারী। তখন ডিপজল তাঁর পিএসকে বলেন, ‘এই মহিলা এখানে কীভাবে ঢুকল, বের কর এখান থেকে।’
পরে ডিপজলের পিএস ফয়সালসহ সেখানে থাকা ৮ থেকে ১০ জন বাদীকে শারীরিকভাবে হেনস্তা ও মারধর করে রশি দিয়ে টেনে বের করে দেওয়ার চেষ্টা করেন। আহতাবস্থায় ওই নারী বলেন, ‘আমাকে ছাড়, আমি ডিপজল ভাইয়ের কাছে বিচার দেব।’
তখন পিএস বলেন, ‘ভেতরে গেলে ডিপজল ভাই তোকে খুন করে ফেলবেন। ওকে এভাবে মারলে মনের জিদ কমবে না।’ পিএসের নির্দেশে একজন অ্যাসিড নিয়ে আসেন। সেই অ্যাসিড নারীটির ঘাড়ের দিকে ঢেলে দেওয়া হয়।
পরে ৪ জুন থেকে ১১ জুন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসা নেন ওই নারী। এ ঘটনায় গত ১২ জুন মামলা করতে গেলে ডিপজলের পিএস কল দিয়ে মামলা না করার জন্য হুমকি দেন বলে উল্লেখ করেন তিনি।
অ্যাসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও তাঁর পিএস মো. ফয়সালের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে বাদী হয়ে এ মামলা করেন ৩৫ বছর বয়সী ওই নারী।
বাদীর জবানবন্দি লিপিবদ্ধ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। বাদীপক্ষের আইনজীবী মুজাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২ জুন রাজধানীর গাবতলীতে কোরবানির গরুর হাটে অভিনেতা ডিপজলের আগমনের কথা শুনে তাঁর ভক্ত হিসেবে দেখা করতে গিয়েছিলেন ওই নারী। তখন ডিপজল তাঁর পিএসকে বলেন, ‘এই মহিলা এখানে কীভাবে ঢুকল, বের কর এখান থেকে।’
পরে ডিপজলের পিএস ফয়সালসহ সেখানে থাকা ৮ থেকে ১০ জন বাদীকে শারীরিকভাবে হেনস্তা ও মারধর করে রশি দিয়ে টেনে বের করে দেওয়ার চেষ্টা করেন। আহতাবস্থায় ওই নারী বলেন, ‘আমাকে ছাড়, আমি ডিপজল ভাইয়ের কাছে বিচার দেব।’
তখন পিএস বলেন, ‘ভেতরে গেলে ডিপজল ভাই তোকে খুন করে ফেলবেন। ওকে এভাবে মারলে মনের জিদ কমবে না।’ পিএসের নির্দেশে একজন অ্যাসিড নিয়ে আসেন। সেই অ্যাসিড নারীটির ঘাড়ের দিকে ঢেলে দেওয়া হয়।
পরে ৪ জুন থেকে ১১ জুন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসা নেন ওই নারী। এ ঘটনায় গত ১২ জুন মামলা করতে গেলে ডিপজলের পিএস কল দিয়ে মামলা না করার জন্য হুমকি দেন বলে উল্লেখ করেন তিনি।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়নের বাঁশকুড়ি গ্রামে মা-বাবা হত্যার মর্মান্তিক ঘটনায় গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এই ঘটনার পর থেকে ঘাতক ছেলে রিয়াদ হোসেন রাজুর ৯ মাসের শিশুকন্যা সিদরাতুল মুনতাহা রাইসা ও তার মা এখন চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে দেশের জনগণ ‘দাঁড়িপাল্লায় নীরবে ভোট দিয়ে’ এক নীরব বিপ্লব ঘটাবে। সম্প্রতি চারটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবিরের নিরঙ্কুশ বিজয় সেই ইঙ্গিতই দিচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
১ ঘণ্টা আগেজাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে জমে উঠেছে রাজনৈতিক তৎপরতা। জেলার সর্বত্র এখন বিএনপি ও জামায়াতের প্রার্থীদের প্রচার, গণসংযোগ ও উঠান বৈঠক চলছে। তবে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল, বিভক্ত নেতৃত্ব ও একাধিক প্রার্থীর কারণে মাঠে তাদের অবস্থান দুর্বল।
৬ ঘণ্টা আগেহঠাৎ অস্থির হয়ে উঠেছে দেশের শিক্ষাঙ্গন। প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত আলাদা ইস্যু ঘিরে অস্থিরতা বিরাজ করছে। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। তৈরি হচ্ছে প্রশাসনিক জটিলতাও। শঙ্কা দেখা দিচ্ছে সেশনজটসহ নানা সংকটের।
৬ ঘণ্টা আগে