Ajker Patrika

শ্যামপুরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তিন সদস্য গ্রেপ্তার

শ্যামপুর-কদমতলী (ঢাকা) প্রতিনিধি 
আপডেট : ০৮ জুলাই ২০২৫, ২০: ৫১
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

‎রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির শ্যামপুর মডেল থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. নাইমুর রহমান (২২), হারুন (২৪) ও আলামিন মোল্লা (২০)। ‎

‎গতকাল সোমবার (৭ জুলাই) ভোররাত পৌনে ৬টায় শ্যামপুর থানাধীন জুরাইন সালাহ উদ্দিন পেট্রলপাম্পের সামনে ঢাকা-মাওয়াগামী এক্সপ্রেসওয়ে ফ্লাইওভারের ওপর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।‎

শ্যামপুর থানা সূত্রে জানা যায়, গতকাল ভোররাত পৌনে ৬টায় জুরাইন সালাহ উদ্দিন পেট্রলপাম্পের সামনে ঢাকা-মাওয়াগামী এক্সপ্রেসওয়ে ফ্লাইওভারের ওপর রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৫-৩০ জন লোক সরকারবিরোধী মিছিল করতে থাকেন। রাত্রিকালীন হোন্ডা মোবাইল ও স্পেশাল ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্স তাৎক্ষণিক সেখানে পৌঁছায়। ঘটনাস্থল হতে পুলিশ নাইমুর, হারুন ও আলামিন নামের তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং অন্যরা দৌড়ে পালিয়ে যান। ‎

‎এ ব্যাপারে শ্যামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান আজকের পত্রিকাকে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাঁদের আদালতে পাঠানো হয়েছে। এর মধ্য থেকে যাঁরা পালিয়ে গেছেন, তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন ইরানের ৩০০ কিলোমিটারের মধ্যে ঢুকতে পারবে না ইসরায়েলি যুদ্ধবিমান

ভারী বৃষ্টি কোথায় কতদিন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

সেভেন সিস্টার্সকে সংযোগকারী ভারত-মিয়ানমারের কালাদান প্রকল্প চালু হবে ২০২৭ সালে

কক্সবাজার সমুদ্রসৈকতে তলিয়ে গেছেন চবির ৩ শিক্ষার্থী, একজনের লাশ উদ্ধার

‘ইসরায়েলে টানা ২ বছর হামলা চালালেও ইরানের সক্ষমতা শেষ হবে না’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত