Ajker Patrika

সরকারি দুই প্রতিষ্ঠানে দুজনের ঝুলন্ত লাশ

লালমনিরহাট প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

লালমনিরহাটে সরকারি দুই প্রতিষ্ঠান থেকে দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সদর থানা-পুলিশ। আজ সোমবার সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের হাঁড়িভাঙ্গা দরগারপার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সদর হাসপাতালে নার্সিং কোয়ার্টার থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।

মৃত ব্যক্তিরা হলেন সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের তেলিপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে হাঁড়িভাঙ্গা দরগারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক কাম নৈশপ্রহরী সাইফুল ইসলাম (৩৭) ও রংপুরের পীরগঞ্জ উপজেলার পরেশ চন্দ্রের ছেলে সদর হাসপাতালের স্টাফ নার্স কনক রানীর ভাতিজা আদিতমারী উপজেলার সরকারি কলেজের ছাত্র তুষার চন্দ্র (১৮)।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, সাইফুল ১১ বছর ধরে হাঁড়িভাঙ্গা দরগারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক কাম নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। রাতে তিনি ওই প্রতিষ্ঠানেই থাকতেন। প্রতিদিনের মতো গতকাল রোববার রাতে বিদ্যালয়ে ছিলেন। সকালে বিদ্যালয়ে গিয়ে শিক্ষকেরা পঞ্চম শ্রেণির কক্ষে তাঁর ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন।

অপরদিকে দুপুরে স্থানীয় বাসিন্দাদের খবরে সদর হাসপাতালের স্টাফ নার্স কনক রানীর কোয়ার্টার থেকে কলেজছাত্র তুষার চন্দ্রের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। দুই লাশের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাঁদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী বলেন, দুই সরকারি প্রতিষ্ঠান থেকে দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। দুজনেই আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাঁদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাঁদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অবিশ্বাস্য কম খরচে বাংলাদেশিদের গোল্ডেন ভিসা দেবে দুবাই, সুবিধা কী

উপজেলা পর্যায়ে আদালত সম্প্রসারণে একমত সব দল

ফিলিস্তিনপন্থী সংগঠন নিষিদ্ধের পক্ষে ভোট দিলেন টিউলিপ–রুশনারা

চেক জালিয়াতির মামলায় সাংবাদিকের ৫ মাসের কারাদণ্ড

ফারজানা রুপা ও শাকিলকে গ্রেপ্তারের বিষয়ে জাতিসংঘকে ব্যাখ্যা দিল সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত