Ajker Patrika

বিস্ফোরক মামলায় ছাত্রলীগের সাবেক নেতাসহ ২ জন কারাগারে

ঠাকুরগাঁও প্রতিনিধি
শাহরিয়ার আজম মুন্না। ছবি: সংগৃহীত
শাহরিয়ার আজম মুন্না। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা মো. শাহরিয়ার আজম মুন্নাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার তাঁদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক তাহমীদুর রহমান কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেপ্তার শাহরিয়ার আজম মুন্না (৪৪) ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ও রাণীশংকৈলে উপজেলার সাবেক চেয়ারম্যান এবং অপরজন হলেন স্থানীয় আওয়ামী লীগ কর্মী মো. মকবুল হোসেন (৫০)।

এর আগে গতকাল সোমবার দিবাগত রাতে শহরের শিবদীঘি মোড় এলাকা থেকে মুন্নাকে এবং নিজ বাড়ি থেকে মকবুলকে আটক করা হয়। উভয়ের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আদালতের ইন্সপেক্টর বেলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে রাণীশংকৈল থানায়। ওই মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাণীশংকৈল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ভাতারা এলাকায় আরাফাত বাস কাউন্টারের পেছনে একটি কক্ষে অভিযান চালায়। সেখানে প্রথমে ছয়জন এজাহারনামীয় আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ওই কক্ষে রাষ্ট্রবিরোধী পরিকল্পনা ও সহিংস কর্মসূচির প্রস্তুতি চলছিল।

অভিযানকালে ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত হাতবোমা, ৯টি বাঁশের লাঠি এবং ৯৩টি উসকানিমূলক লিফলেট উদ্ধার করা হয়। লিফলেটগুলোর শিরোনামে ১৬ ফেব্রুয়ারি ‘সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল।

পুলিশ আরও জানায়, বৈঠকে উপস্থিত অন্য ৬০-৭০ ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় জনগণ ও সাক্ষীদের সামনে উদ্ধারকৃত আলামত জব্দ তালিকাভুক্ত করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত