Ajker Patrika

উৎপাদন খরচ ২৯ টাকা, বিক্রি ১৫—সড়কে আলু ফেলে অবরোধ

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আলু ফেলে সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা
কুড়িগ্রামে হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আলু ফেলে সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামে হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আলু ফেলে সড়ক অবরোধ করেছেন আলুচাষি ও ব্যবসায়ীরা। আজ মঙ্গলবার সদর উপজেলার কাঁঠালবাড়ী বাজারে এ কর্মসূচি পালন করা হয়।

প্রায় ঘণ্টাব্যাপী অবরোধের কারণে কুড়িগ্রাম-রংপুর সড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে দুর্ভোগে পড়েন গাড়িচালক, যাত্রী ও শিক্ষার্থীরা। পরে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ, পুলিশ ও সেনাবাহিনীর আশ্বাসে অবরোধ তুলে নেন কৃষক ও ব্যবসায়ীরা।

আন্দোলনকারী চাষি ও ব্যবসায়ীরা জানান, বাজারে আলুর দাম কম থাকা সত্ত্বেও চলতি মৌসুমে অযৌক্তিকভাবে হিমাগারের ভাড়া বাড়িয়েছেন মালিকেরা। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন তাঁরা।

চাষি আব্দুস সালাম জানান, চলতি মৌসুমে আলুর বীজ, সার ও কীটনাশকের দাম বাড়ার ফলে প্রতি কেজি আলু উৎপাদনে ব্যয় হয়েছে ২২ টাকা। বর্তমানে প্রতি কেজি আলুতে হিমাগারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬ টাকা ৭৫ পয়সা।

কুড়িগ্রামে হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আলু ফেলে সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা
কুড়িগ্রামে হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আলু ফেলে সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

এ বছর উৎপাদন খরচ, হিমাগার ভাড়াসহ সব মিলিয়ে প্রতি কেজি আলুতে খরচ পড়বে ২৯ টাকা। আর বর্তমানে বাজারে আলু বিক্রি হচ্ছে ১৫ টাকা কেজি দরে। এতে প্রতি কেজি আলুতে লোকসান গুনতে হচ্ছে ১৪ টাকা। এই অবস্থায় চরম ক্ষতির মুখে পড়ায় হিমাগারে প্রতি কেজি আলুর ভাড়া ৫ টাকা নির্ধারণের দাবি জানান তাঁরা।

হাসু মিয়া নামের আরেক চাষি বলেন, ‘গত বছর যে বস্তা ৩৫০ টাকায় হিমাগারে রাখা হয়েছিল, সেই বস্তা এবার ৪৫০ টাকারও ওপর। এমনিতে আলুর দাম কম, এর ওপর যদি হিমাগার ভাড়া এত বেশি দেই, তাহলে আমরা কৃষকেরা কীভাবে বাঁচব। সরকারের কাছে দাবি, আমাদের কৃষকদের এই সমস্যা যেন দ্রুত সমাধান করা হয়।’

জানতে চাইলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভীন বলেন, কৃষক-ব্যবসায়ী প্রতিনিধিদের আগামীকাল বুধবার ডাকা হয়েছে। তাঁরা এলে হিমাগারমালিকদের সঙ্গে বসে আবারও বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন ইরানের ৩০০ কিলোমিটারের মধ্যে ঢুকতে পারবে না ইসরায়েলি যুদ্ধবিমান

ভারী বৃষ্টি কোথায় কতদিন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

সেভেন সিস্টার্সকে সংযোগকারী ভারত-মিয়ানমারের কালাদান প্রকল্প চালু হবে ২০২৭ সালে

কক্সবাজার সমুদ্রসৈকতে তলিয়ে গেছেন চবির ৩ শিক্ষার্থী, একজনের লাশ উদ্ধার

‘ইসরায়েলে টানা ২ বছর হামলা চালালেও ইরানের সক্ষমতা শেষ হবে না’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত