আলুচাষিদের আন্দোলনের মুখে হিমাগারের ভাড়া পুনর্বহাল
হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সড়কে আলু ফেলে অবরোধ কর্মসূচি পালনের পর আগের ভাড়া বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছেন হিমাগারমালিকেরা। আজ বুধবার (৯ জুলাই) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে কৃষক, ব্যবসায়ী, হিমাগারমালিক, প্রশাসনসহ সব পক্ষের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।