কুড়িগ্রাম প্রতিনিধি
উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি দ্রুত বাড়তে শুরু করেছে। পরবর্তী ২৪ ঘণ্টায় তিস্তার পানি বিপৎসীমায় পৌঁছে রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, ধরলা, দুধকুমার ও তিস্তা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী দুই দিন এই নদীগুলোর পানি আরও বৃদ্ধি পেতে পারে।
তিস্তার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা প্রকাশ করে আরও বলা হয়েছে, ‘আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে সতর্কসীমায় (বিপৎসীমা) প্রবাহিত হতে পারে। এর ফলে রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।’
কুড়িগ্রামের রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়নের তিস্তার তীরবর্তী বাসিন্দা মিলন বলেন, ‘গতকাল রাত (বুধবার রাত) থেকে নদীর পানি অন্তত দেড় থেকে দুই ফুট বাড়ছে। আজ (বৃহস্পতিবার) সারা দিন পানি বৃদ্ধি অব্যাহত ছিল।’
পাউবো কুড়িগ্রামের নিয়ন্ত্রণকক্ষের প্রতিবেদন বলছে, আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দিনভর তিস্তার পানি রংপুরের কাউনিয়া পয়েন্টে ২২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার মাত্র ৫০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। জেলার ওপর দিয়ে প্রবাহিত ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানিও বৃদ্ধি পাচ্ছে। তবে সেগুলো এখনো বিপৎসীমার অনেকটাই নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। সাম্প্রতিক সময়ে এসব নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা কম বলে জানিয়েছে পাউবো।
পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘তিস্তার পানি বাড়ছে। পানি বিপৎসীমার পৌঁছাতে পারে। তিস্তার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস পাওয়া গেছে। অন্য নদ-নদীর পানি বাড়লেও বিপৎসীমার পৌঁছানোর সম্ভাবনা নেই।’
উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি দ্রুত বাড়তে শুরু করেছে। পরবর্তী ২৪ ঘণ্টায় তিস্তার পানি বিপৎসীমায় পৌঁছে রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, ধরলা, দুধকুমার ও তিস্তা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী দুই দিন এই নদীগুলোর পানি আরও বৃদ্ধি পেতে পারে।
তিস্তার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা প্রকাশ করে আরও বলা হয়েছে, ‘আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে সতর্কসীমায় (বিপৎসীমা) প্রবাহিত হতে পারে। এর ফলে রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।’
কুড়িগ্রামের রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়নের তিস্তার তীরবর্তী বাসিন্দা মিলন বলেন, ‘গতকাল রাত (বুধবার রাত) থেকে নদীর পানি অন্তত দেড় থেকে দুই ফুট বাড়ছে। আজ (বৃহস্পতিবার) সারা দিন পানি বৃদ্ধি অব্যাহত ছিল।’
পাউবো কুড়িগ্রামের নিয়ন্ত্রণকক্ষের প্রতিবেদন বলছে, আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দিনভর তিস্তার পানি রংপুরের কাউনিয়া পয়েন্টে ২২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার মাত্র ৫০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। জেলার ওপর দিয়ে প্রবাহিত ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানিও বৃদ্ধি পাচ্ছে। তবে সেগুলো এখনো বিপৎসীমার অনেকটাই নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। সাম্প্রতিক সময়ে এসব নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা কম বলে জানিয়েছে পাউবো।
পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘তিস্তার পানি বাড়ছে। পানি বিপৎসীমার পৌঁছাতে পারে। তিস্তার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস পাওয়া গেছে। অন্য নদ-নদীর পানি বাড়লেও বিপৎসীমার পৌঁছানোর সম্ভাবনা নেই।’
রিতার মা অসুস্থ থাকায় দুইদিন ধরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এমতাবস্থায় রিতা বাসায় একা ছিল। দুপুরে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হলে সে পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবর পায়। এতে মানসিকভাবে ভেঙ্গে পড়ে রিতা।
২১ মিনিট আগেওয়ার্ড কমিটির মাধ্যমে পৌর বিএনপির কাউন্সিল হওয়ার কথা ছিল। সে লক্ষ্যে গত মঙ্গলবার উপজেলা পার্টি অফিসে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় অনাকাঙ্ক্ষিত গোলযোগের ঘটনা ঘটে। এরপর থেকে কানাঘুষা শোনা যাচ্ছে, কাউন্সিল নাও হতে পারে। একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে কাউন্সিল বানচাল করার চেষ্টা করছে।’
৪৩ মিনিট আগেচিত্রনায়িকা পপির চাচা মিয়া বাবর হোসেনকে খুলনার সোনাডাঙ্গার জমিদারবাড়ি ‘মিয়াবাগ’ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তিনি। মিয়া বাবরের দাবি, তাঁর ভাইয়ের স্ত্রী শিউলি বেগম ও ভাতিজি জামাই একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা তারেক...
৬ ঘণ্টা আগেমানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। উপজেলার মুন্সিগান্দি মৌজায় এই বালু তোলার কারণে পাশের চর পয়লা গ্রাম বিলীন হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়েছে। এ নিয়ে জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে