Ajker Patrika

তিস্তায় পানি বাড়ছে, ৪ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদী। বৃহস্পতিবার দুপুরে তোলা। ছবি: আজকের পত্রিকা
কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদী। বৃহস্পতিবার দুপুরে তোলা। ছবি: আজকের পত্রিকা

উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি দ্রুত বাড়তে শুরু করেছে। পরবর্তী ২৪ ঘণ্টায় তিস্তার পানি বিপৎসীমায় পৌঁছে রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ধরলা, দুধকুমার ও তিস্তা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী দুই দিন এই নদীগুলোর পানি আরও বৃদ্ধি পেতে পারে।

তিস্তার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা প্রকাশ করে আরও বলা হয়েছে, ‘আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে সতর্কসীমায় (বিপৎসীমা) প্রবাহিত হতে পারে। এর ফলে রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।’

কুড়িগ্রামের রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়নের তিস্তার তীরবর্তী বাসিন্দা মিলন বলেন, ‘গতকাল রাত (বুধবার রাত) থেকে নদীর পানি অন্তত দেড় থেকে দুই ফুট বাড়ছে। আজ (বৃহস্পতিবার) সারা দিন পানি বৃদ্ধি অব্যাহত ছিল।’

পাউবো কুড়িগ্রামের নিয়ন্ত্রণকক্ষের প্রতিবেদন বলছে, আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দিনভর তিস্তার পানি রংপুরের কাউনিয়া পয়েন্টে ২২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার মাত্র ৫০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। জেলার ওপর দিয়ে প্রবাহিত ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানিও বৃদ্ধি পাচ্ছে। তবে সেগুলো এখনো বিপৎসীমার অনেকটাই নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। সাম্প্রতিক সময়ে এসব নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা কম বলে জানিয়েছে পাউবো।

পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘তিস্তার পানি বাড়ছে। পানি বিপৎসীমার পৌঁছাতে পারে। তিস্তার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস পাওয়া গেছে। অন্য নদ-নদীর পানি বাড়লেও বিপৎসীমার পৌঁছানোর সম্ভাবনা নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউএস-বাংলার বহরে যুক্ত হলো তৃতীয় এয়ারবাস ৩৩০, এয়ারক্র্যাফট দাঁড়াল ২৫টিতে

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ল ১৫ শতাংশ, সঙ্গে শর্ত

আজকের রাশিফল: আপন গোপন তথ্য সামলে রাখুন, প্রচুর ভালোবাসুন

গাজায় যুদ্ধবিরতি ভেঙে এক দিনে ১৫৩ টন বোমা ফেলেছে ইসরায়েল

ঝালকাঠিতে পদ স্থগিত নেতাদের নিয়ে কেন্দ্রীয় নেতার সভা: দলে ক্ষোভ ও বিভক্তি বাড়ছে

এলাকার খবর
Loading...