মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখানে মসজিদ থেকে এশার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে সাহেব আলী (৫৮) নামের এক বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে রাত ৯টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের পশ্চিম ঘোড়ামারা এলাকার মধ্যনগর জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত সাহেব আলী ওই এলাকার মৃত ছাবেদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাহেব আলী নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় মসজিদের সামনের কাঁচা রাস্তায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত সাহেব আলী মাটিতে লুটিয়ে পড়েন। তাঁর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের ছেলে মো. জয়নাল বলেন, জমি-জমার ব্যবসার কারণে আমার বাবাকে খুন করা হয়েছে। কয়েক দিন আগে বাবার মোবাইল ফোনে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল।
সিরাজদিখান থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, ‘সাহেব আলী নামাজ পড়ে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমিসংক্রান্ত পূর্ববিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।’
মুন্সিগঞ্জের সিরাজদিখানে মসজিদ থেকে এশার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে সাহেব আলী (৫৮) নামের এক বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে রাত ৯টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের পশ্চিম ঘোড়ামারা এলাকার মধ্যনগর জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত সাহেব আলী ওই এলাকার মৃত ছাবেদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাহেব আলী নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় মসজিদের সামনের কাঁচা রাস্তায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত সাহেব আলী মাটিতে লুটিয়ে পড়েন। তাঁর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের ছেলে মো. জয়নাল বলেন, জমি-জমার ব্যবসার কারণে আমার বাবাকে খুন করা হয়েছে। কয়েক দিন আগে বাবার মোবাইল ফোনে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল।
সিরাজদিখান থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, ‘সাহেব আলী নামাজ পড়ে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমিসংক্রান্ত পূর্ববিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।’
চিকিৎসা মনঃপূত না হওয়ায় চিকিৎসককে নাজেহাল করেছেন বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টু। এর প্রতিবাদ করেন সামনে থাকা আরেক রোগী বিথি আক্তার (৩৪। এতে উত্তেজিত হয়ে বিথিকে প্রকাশ্যে কয়েকটি থাপ্পড় দেন মিন্টু। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার বেলা দেড়টার দিকে বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে।
৫ মিনিট আগেশুক্রবার সন্ধ্যা ৭টায় মহেশখালীর সোনাদিয়া প্যারাবন এলাকায় তল্লাশি অভিযানে অংশ নেন জেলা প্রশাসনের সৈকত কর্মীদের সুপারভাইজার মাহবুব আলম। তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় অরিত্র হাসান নিখোঁজের ৮৪ ঘণ্টা পার হয়েছে। কিন্তু কক্সবাজার সমুদ্র উপকূলের মহেশখালী থেকে টেকনাফের নাফ নদীর মোহনা পর্যন্ত ১৫০ কিলোমিটার
১০ মিনিট আগেখাগড়াছড়ির রামগড় সীমান্তবর্তী ফেনী নদীর পাড়ে খেলতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে কাজী মিনহাজ (৮) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধারে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালায়। আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত শিশুটির সন্ধান না পেয়ে উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। আগামীকাল শনিবার
১৩ মিনিট আগেফেনীতে ধীরগতিতে বন্যার পানি কমতে শুরু করেছে। আজ শুক্রবার সকাল থেকে পরশুরাম ও ফুলগাজীর কিছু এলাকায় পানি নামতে শুরু করলে ক্ষতিগ্রস্ত মানুষজন ঘরে ফিরতে শুরু করেন। পানি কমার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে উঠছে বন্যার ক্ষয়ক্ষতির চিহ্ন। পানির তোড়ে বসতঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও খামার ধ্বংস হয়ে গেছে। অনেক মাছের ঘের ও
৩৬ মিনিট আগে