Ajker Patrika

সিরাজদিখানে মসজিদ থেকে ফেরার পথে ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত

মুন্সিগঞ্জ প্রতিনিধি
নিহত সাহেব আলী। সংগৃহীত ছবি
নিহত সাহেব আলী। সংগৃহীত ছবি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে মসজিদ থেকে এশার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে সাহেব আলী (৫৮) নামের এক বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে রাত ৯টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের পশ্চিম ঘোড়ামারা এলাকার মধ্যনগর জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত সাহেব আলী ওই এলাকার মৃত ছাবেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাহেব আলী নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় মসজিদের সামনের কাঁচা রাস্তায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত সাহেব আলী মাটিতে লুটিয়ে পড়েন। তাঁর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের ছেলে মো. জয়নাল বলেন, জমি-জমার ব্যবসার কারণে আমার বাবাকে খুন করা হয়েছে। কয়েক দিন আগে বাবার মোবাইল ফোনে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল।

সিরাজদিখান থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, ‘সাহেব আলী নামাজ পড়ে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমিসংক্রান্ত পূর্ববিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারা দেশে আরও ১০ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা

‘আজ বুঝলাম সময়ের কাছে মানুষ কত অসহায়’—মৃত্যুর আগে স্ট্যাটাস স্বেচ্ছাসেবক লীগ নেতার

জগন্নাথপুরে এসএসসিতে সর্বোচ্চ নম্বর পাওয়া রাইদা হতে চায় চিকিৎসক

রামদা হাতে ভাইরাল সেই সাবেক যুবদল নেতাকে গুলি ও পায়ের রগ কেটে হত্যা

এনআইডি প্রকল্পে দুর্নীতি: কে এই রহস্যময় ‘মিস্টার জি’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত