Ajker Patrika

খুলনায় ক্ষুরের ঘাতে বাগেরহাট এসপি অফিসের প্রধান সহকারী জখম

খুলনা প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খুলনায় দুর্বৃত্তের ক্ষুরের ঘাতে বাগেরহাট জেলা পুলিশ সুপারের কার্যালয়ের প্রধান সহকারী মো. হাফিজুর রহমান (৫৮) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে শহরের আহসান আহমেদ রোডে ল কলেজের সামনে এ ঘটনা ঘটে। পরে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত হাফিজুর রহমান ওই এলাকার বাসিন্দা মোজাহার আলীর ছেলে। তিনি বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে ধরে বিভিন্ন ডকুমেন্টসহ দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছিলেন। অভিযোগপত্র দেওয়ার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে হাফিজুর রহমান ফুচকা ও কাঠগোলার মাঝামাঝি জায়গায় অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ করে দুই যুবক তাঁর ওপর হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই তারা ক্ষুর দিয়ে তাঁর পিঠে কয়েকটি আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে ওসি বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

বাগেরহাটের এসপি তৌহিদুল আরিফের ব্যাপক দুর্নীতি ও অনিয়ম তুলে ধরে ডকুমেন্টসসহ দুদকে আবেদন করার পর থেকে হাফিজুর নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এ ঘটনার সঙ্গে কোনো যোগসূত্র আছে কি না, জানতে চাইলে ওসি বলেন, এখনই কোনো মন্তব্য করা ঠিক নয়, আমরা তদন্ত করে কারণ উদ্‌ঘাটনের চেষ্টা করছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারা দেশে আরও ১০ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা

‘আজ বুঝলাম সময়ের কাছে মানুষ কত অসহায়’—মৃত্যুর আগে স্ট্যাটাস স্বেচ্ছাসেবক লীগ নেতার

জগন্নাথপুরে এসএসসিতে সর্বোচ্চ নম্বর পাওয়া রাইদা হতে চায় চিকিৎসক

রামদা হাতে ভাইরাল সেই সাবেক যুবদল নেতাকে গুলি ও পায়ের রগ কেটে হত্যা

এনআইডি প্রকল্পে দুর্নীতি: কে এই রহস্যময় ‘মিস্টার জি’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত