নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদের সদস্য শামসেদ হিরু (৪৫) মারা গেছেন। ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। এটা আত্মহত্যা নাকি হত্যা, তা নিয়ে চলছে জোর গুঞ্জন। পুলিশও স্পষ্ট করে কিছু বলছে না।
পুলিশের দেওয়া তথ্যমতে, আজ শুক্রবার (১১ জুলাই) সকাল ৯টার দিকে পুলিশ শয়নকক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য পাঠানো হবেচট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) মর্গে। হিরু উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের রশিদাবাদ গ্রামের বক্স আলী ফকির বাড়ির মো. শুক্কুর মেম্বারের ছেলে। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
রাজনৈতিক সহকর্মী ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যমতে, পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামসেদ হিরু রাত ১১টা পর্যন্ত স্থানীয় একটি চায়ের দোকানে আড্ডা দেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁর বিরুদ্ধে পটিয়া থানায় মামলা থাকার কারণে তিনি রাতে বসতঘরে না থেকে পার্শ্ববর্তী এক আত্মীয়ের কাচারিঘরে থাকতেন।
প্রতিদিনের মতো সকাল ৬টার দিকে তাঁর স্ত্রী তাঁকে ডাকতে গিয়ে সাড়াশব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে দেখেন, হিরু রশিতে ঝুলে রয়েছেন। পরে দরজা ভেঙে দেখতে পান, তাঁর বুকে রক্তও রয়েছে।
এ ব্যাপারে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই লাশটি তাঁরা নিচে নামিয়ে ফেলেন। লাশটি ঘটনাস্থল থেকে থানায় নিয়ে আসা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর বিকেলে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়। এখন হত্যা নাকি আত্মহত্যা, এ ব্যাপারে কোনো কিছু বলা যাচ্ছে না।
ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে জেলা স্বেচ্ছাসেবক লীগের এ নেতা তাঁর (শামসেদ হিরু) ফেসবুক পেজে লিখেছিলেন, ‘আজ বুঝলাম, সময়ের কাছে মানুষ কত অসহায়।’ তাঁর এই ফেসবুক পোস্টে তিনি কী বোঝাতে চেয়েছিলেন, তা নিয়েও নানা কৌতূহল সৃষ্টি হয়েছে।
আরও খবর পড়ুন:
চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদের সদস্য শামসেদ হিরু (৪৫) মারা গেছেন। ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। এটা আত্মহত্যা নাকি হত্যা, তা নিয়ে চলছে জোর গুঞ্জন। পুলিশও স্পষ্ট করে কিছু বলছে না।
পুলিশের দেওয়া তথ্যমতে, আজ শুক্রবার (১১ জুলাই) সকাল ৯টার দিকে পুলিশ শয়নকক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য পাঠানো হবেচট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) মর্গে। হিরু উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের রশিদাবাদ গ্রামের বক্স আলী ফকির বাড়ির মো. শুক্কুর মেম্বারের ছেলে। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
রাজনৈতিক সহকর্মী ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যমতে, পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামসেদ হিরু রাত ১১টা পর্যন্ত স্থানীয় একটি চায়ের দোকানে আড্ডা দেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁর বিরুদ্ধে পটিয়া থানায় মামলা থাকার কারণে তিনি রাতে বসতঘরে না থেকে পার্শ্ববর্তী এক আত্মীয়ের কাচারিঘরে থাকতেন।
প্রতিদিনের মতো সকাল ৬টার দিকে তাঁর স্ত্রী তাঁকে ডাকতে গিয়ে সাড়াশব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে দেখেন, হিরু রশিতে ঝুলে রয়েছেন। পরে দরজা ভেঙে দেখতে পান, তাঁর বুকে রক্তও রয়েছে।
এ ব্যাপারে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই লাশটি তাঁরা নিচে নামিয়ে ফেলেন। লাশটি ঘটনাস্থল থেকে থানায় নিয়ে আসা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর বিকেলে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়। এখন হত্যা নাকি আত্মহত্যা, এ ব্যাপারে কোনো কিছু বলা যাচ্ছে না।
ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে জেলা স্বেচ্ছাসেবক লীগের এ নেতা তাঁর (শামসেদ হিরু) ফেসবুক পেজে লিখেছিলেন, ‘আজ বুঝলাম, সময়ের কাছে মানুষ কত অসহায়।’ তাঁর এই ফেসবুক পোস্টে তিনি কী বোঝাতে চেয়েছিলেন, তা নিয়েও নানা কৌতূহল সৃষ্টি হয়েছে।
আরও খবর পড়ুন:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তালিকাভুক্ত সংগঠন ছাড়া কোনো সভা, সমাবেশ বা মানববন্ধনসহ কর্মসূচি পালন করতে হলে প্রশাসনের অনুমতি নিতে হবে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব কথা জানানো হয়।
৬ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে কাঁচপুর এলাকায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
৩৯ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) পূর্ণাঙ্গ উপাচার্য (ভিসি) হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেলেন বর্তমান অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের আনোয়ারা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আলী হোসেন (২৫) ও আনোয়ারা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. মিসকাতুল ইসলামের (২৪) ওপর হামলার অভিযোগ উঠেছে কলেজ ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে