নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদের সদস্য শামসেদ হিরু (৪৫) মারা গেছেন। ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। এটা আত্মহত্যা নাকি হত্যা, তা নিয়ে চলছে জোর গুঞ্জন। পুলিশও স্পষ্ট করে কিছু বলছে না।
পুলিশের দেওয়া তথ্যমতে, আজ শুক্রবার (১১ জুলাই) সকাল ৯টার দিকে পুলিশ শয়নকক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য পাঠানো হবে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) মর্গে। হিরু উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের রশিদাবাদ গ্রামের বক্স আলী ফকির বাড়ির মো. শুক্কুর মেম্বারের ছেলে। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
রাজনৈতিক সহকর্মী ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যমতে, পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামসেদ হিরু রাত ১১টা পর্যন্ত স্থানীয় একটি চায়ের দোকানে আড্ডা দেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁর বিরুদ্ধে পটিয়া থানায় মামলা থাকার কারণে তিনি রাতে বসতঘরে না থেকে পার্শ্ববর্তী এক আত্মীয়ের কাচারিঘরে থাকতেন।
প্রতিদিনের মতো সকাল ৬টার দিকে তাঁর স্ত্রী তাঁকে ডাকতে গিয়ে সাড়াশব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে দেখেন, হিরু রশিতে ঝুলে রয়েছেন। পরে দরজা ভেঙে দেখতে পান, তাঁর বুকে রক্তও রয়েছে।
এ ব্যাপারে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই লাশটি তাঁরা নিচে নামিয়ে ফেলেন। লাশটি ঘটনাস্থল থেকে থানায় নিয়ে আসা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর বিকেলে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়। এখন হত্যা নাকি আত্মহত্যা, এ ব্যাপারে কোনো কিছু বলা যাচ্ছে না।
ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে জেলা স্বেচ্ছাসেবক লীগের এ নেতা তাঁর (শামসেদ হিরু) ফেসবুক পেজে লিখেছিলেন, ‘আজ বুঝলাম, সময়ের কাছে মানুষ কত অসহায়।’ তাঁর এই ফেসবুক পোস্টে তিনি কী বোঝাতে চেয়েছিলেন, তা নিয়েও নানা কৌতূহল সৃষ্টি হয়েছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদের সদস্য শামসেদ হিরু (৪৫) মারা গেছেন। ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। এটা আত্মহত্যা নাকি হত্যা, তা নিয়ে চলছে জোর গুঞ্জন। পুলিশও স্পষ্ট করে কিছু বলছে না।
পুলিশের দেওয়া তথ্যমতে, আজ শুক্রবার (১১ জুলাই) সকাল ৯টার দিকে পুলিশ শয়নকক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য পাঠানো হবে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) মর্গে। হিরু উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের রশিদাবাদ গ্রামের বক্স আলী ফকির বাড়ির মো. শুক্কুর মেম্বারের ছেলে। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
রাজনৈতিক সহকর্মী ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যমতে, পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামসেদ হিরু রাত ১১টা পর্যন্ত স্থানীয় একটি চায়ের দোকানে আড্ডা দেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁর বিরুদ্ধে পটিয়া থানায় মামলা থাকার কারণে তিনি রাতে বসতঘরে না থেকে পার্শ্ববর্তী এক আত্মীয়ের কাচারিঘরে থাকতেন।
প্রতিদিনের মতো সকাল ৬টার দিকে তাঁর স্ত্রী তাঁকে ডাকতে গিয়ে সাড়াশব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে দেখেন, হিরু রশিতে ঝুলে রয়েছেন। পরে দরজা ভেঙে দেখতে পান, তাঁর বুকে রক্তও রয়েছে।
এ ব্যাপারে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই লাশটি তাঁরা নিচে নামিয়ে ফেলেন। লাশটি ঘটনাস্থল থেকে থানায় নিয়ে আসা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর বিকেলে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়। এখন হত্যা নাকি আত্মহত্যা, এ ব্যাপারে কোনো কিছু বলা যাচ্ছে না।
ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে জেলা স্বেচ্ছাসেবক লীগের এ নেতা তাঁর (শামসেদ হিরু) ফেসবুক পেজে লিখেছিলেন, ‘আজ বুঝলাম, সময়ের কাছে মানুষ কত অসহায়।’ তাঁর এই ফেসবুক পোস্টে তিনি কী বোঝাতে চেয়েছিলেন, তা নিয়েও নানা কৌতূহল সৃষ্টি হয়েছে।
রংপুর নগরের বিভিন্ন সড়ক ও ফুটপাত দখল করে ইট, বালু, পাথরসহ বিভিন্ন নির্মাণসামগ্রী স্তূপ করে রাখা হয়েছে। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে বিভিন্ন যানের চালক ও যাত্রীদের। নিয়মবহির্ভূতভাবে সড়ক দখল করে দীর্ঘদিন ধরে নির্মাণসামগ্রী রাখা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি নেই বলে অভিযোগ স্থানীয়দের।
২ মিনিট আগেজুলাই আন্দোলনে তখন উত্তাল পুরো দেশ। ২০২৪ সালের ১৯ জুলাই এক দিনেই নিহত হয় ১৪৮ জন। তাদের একজন নারায়ণগঞ্জের ফতুল্লার ১৬ বছরের কিশোর মোহাম্মদ আদিল। সেদিন জুমার আগে পুরো এলাকায় ছিল সুনসান নীরবতা। ইন্টারনেট বন্ধ থাকায় কোথায় কী হচ্ছে, তা জানার উপায় নেই। নামাজ শেষে পরিবারের সদস্যরা একসঙ্গে খেতে বসে...
২ মিনিট আগেভূমিহীন মানুষের আশ্রয়ের জন্য ২০০৪ সালে নীলফামারীর সৈয়দপুরে উত্তরের জনপদের সর্ববৃহৎ ‘উত্তরা আবাসন প্রকল্প’ গড়ে তোলা হয়। এই প্রকল্পে ১ হাজার ৫৯৮টি বাড়ি রয়েছে। শর্ত অনুযায়ী বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিদের অবশ্যই ভূমিহীন হতে হবে এবং বরাদ্দ দেওয়া বাড়ি বিক্রি ও হস্তান্তর করা যাবে না। কিন্তু সেই শর্ত ভেঙে অনেক...
২২ মিনিট আগেপুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল প্রাঙ্গণে এক যুবকের অর্ধমৃত দেহ পড়ে আছে। ৫-৬ যুবক তাঁকে ইট দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করছে। এতেই শেষ নয়। রক্তাক্ত মৃতদেহটি টেনে রাস্তায় নিয়ে শরীরে আঘাত করা হচ্ছে। কেউ কেউ লাফাচ্ছে বুকের ওপর।
২ ঘণ্টা আগে