Ajker Patrika

সেবা বন্ধ রেখে কুলখানিতে যাওয়া সেই সচিবের বদলি

রংপুর প্রতিনিধি
সেবা বন্ধ রেখে কুলখানিতে যাওয়া সেই সচিবের বদলি

রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মোজাহারুল ইসলাম ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর নাহিদ আল-হাসানকে বদলি করে নতুন অফিস আদেশ জারি করেছে রংপুর স্থানীয় সরকার বিভাগ। সেবাপ্রার্থীদের বিক্ষোভ ও ইউনিয়ন পরিষদের কক্ষে তালা লাগানোর ঘটনার এক দিন পরেই এ ঘটনা ঘটল। এর আগে ৮ জুলাই ‘চেয়ারম্যান-সচিব কুলখানিতে, কক্ষে তালা দিলেন সেবাপ্রার্থীর’ শিরোনামে আজকের পত্রিকায় একটি সংবাদ প্রতিবেদন প্রকাশ হয়।

জারিকৃত অফিস আদেশে বলা হয়, সুষ্ঠু প্রশাসনিক কাজের সুবিধার্থে সয়ার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মোজাহারুল ইসলামকে বদলি করে বদরগঞ্জের রাধানগর ইউনিয়নে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে রাধানগর থেকে আবু বক্কর সিদ্দিককে পাঠানো হয়েছে মিঠাপুকুরের বড়বালা ইউনিয়নে এবং বড়বালা থেকে আতাউর রহমানকে আনা হয়েছে সয়ার ইউনিয়নে। হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের মধ্যে সয়ার ইউনিয়নের মো. নাহিদ আল-হাসানকে বদলি করে পায়রাবন্দ ইউনিয়নে এবং পায়রাবন্দের মো. মোর্শেদ আলমকে সয়ার ইউনিয়নে পাঠানো হয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়, বদলি হওয়া কর্মকর্তাগণকে ১৩ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাঁদের পূর্ব কর্মস্থল থেকে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।

জানা গেছে, ৮ জুলাই দুপুরে সয়ার ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যান ও সচিবকে না পেয়ে সেবাপ্রার্থীরা ক্ষুব্ধ হয়ে কক্ষে তালা ঝুলিয়ে দেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। চেয়ারম্যান ও সচিব পরে দাবি করেন, তাঁরা কুলখানিতে আমন্ত্রিত থাকায় পরিষদে উপস্থিত থাকতে পারেননি। তবে স্থানীয় রাজনৈতিক নেতারা তাঁদের অনিয়মিত উপস্থিতির অভিযোগ তুলে এ ঘটনায় প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানায়।

ঘটনার তদন্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা বলেছিলেন, ‘অভিযোগের সত্যতা পেলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’ ঘটনার এক দিন পরেই এ বদলি আদেশকে সেই প্রশাসনিক প্রতিক্রিয়া হিসেবেই দেখা হচ্ছে। ইউএনও রুবেল রানা বলেন, সয়ার ইউনিয়নের সচিব ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের নাহিদ আল-হাসানকে গতকাল বদলি করা হয়ে। তাঁদের নতুন কর্মস্থলে ১৩ জুলাইয়ের মধ্যে যোগদান করতে বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত