Ajker Patrika

জামিনে মুক্তি পেলেন সেই বিএনপি নেত্রী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
শাহনাজ খাতুন। ছবি: সংগৃহীত
শাহনাজ খাতুন। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহনাজ খাতুন ১২ দিন কারাবরণের পরে জামিনে মুক্তি পেয়েছেন।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। জেল সুপার মো. আমজাদ হোসেন আজকের পত্রিকাকে আজ রাত পৌনে ১১টার দিকে তথ্যটি নিশ্চিত করেছেন।

চাঁপাইনবাবগঞ্জের জেল সুপার মো. আমজাদ হোসেন জানান, আজ সন্ধ্যা ৬টার দিকে শাহনাজ খাতুনের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। তা যাচাই-বাছাই করে কিছুক্ষণ পরেই তাঁকে মুক্তি দেওয়া হয়।

গত ২৮ জুন রাতে ভোলাহাট উপজেলার মেডিকেল মোড় এলাকা থেকে তাঁকে পুলিশ আটক করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত