দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় ৬৭ দশমিক ৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আজ বৃহস্পতিবার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বোর্ডের পরিসংখানে এ তথ্য জানা গেছে।
শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী স্বাক্ষরিত পরিসংখানে জানা গেছে, চলতি বছর দিনাজপুর বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ৮৫ হাজার ৬৭ জন শিক্ষার্থী। পাস করেছে ১ লাখ ২২ হাজার ১৪৬ জন। ফেল করেছে ৬২ হাজার ৯২১ জন।
পাসের হার ৬৭ দশমিক ৩ শতাংশ। গত বছর এই পাসের হার ছিল ৭৮ দশমিক ৪৩ ভাগ। গত বছরের তুলনায় পাসের হার ১১ দশমিক ৪ ভাগ কম।
চলতি বছরে দিনাজপুর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৬২ জন। এদের মধ্যে মেয়ে শিক্ষার্থী ৭ হাজার ৫৪৬ জন, আর ছেলে শিক্ষার্থী ৭ হাজার ৫১৬ জন। ছেলেদের পাসের হার ৬৪ দশমিক ৩৮ ভাগ, আর মেয়েদের পাসের হার ৬৯ দশমিক ৭৮ ভাগ।
আরও জানা যায়, চলতি বছরে দিনাজপুর বোর্ডে ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করেনি। গত বছর শূন্য শতাংশ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ছিল চারটি।
এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহা. তৌহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, শুধু দিনাজপুর বোর্ডেই নয়, দেশের সব বোর্ডেই পাসের হার কমেছে।
তিনি বলেন, ‘এ বছর ফলাফলে কোনো কনসিডারেশন করা হয়নি।’
পাস না করা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে তিনি বলেন, ‘এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী সংখ্যা খুবই নগণ্য। এক থেকে দশের মধ্যে। বিষয়টি নিয়ে আমরা মন্ত্রণালয়কে জানাব।’
তিনি আরও বলেন, ‘করোনা-পরবর্তী শিক্ষার্থীদের পড়াশোনার সঙ্গে সম্পর্ক কিছুটা কমেছিল। পাসের হার কিছুটা কম হওয়ায় শিক্ষার্থীরা আবারও পড়ার টেবিলে ফিরবে।’
দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় ৬৭ দশমিক ৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আজ বৃহস্পতিবার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বোর্ডের পরিসংখানে এ তথ্য জানা গেছে।
শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী স্বাক্ষরিত পরিসংখানে জানা গেছে, চলতি বছর দিনাজপুর বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ৮৫ হাজার ৬৭ জন শিক্ষার্থী। পাস করেছে ১ লাখ ২২ হাজার ১৪৬ জন। ফেল করেছে ৬২ হাজার ৯২১ জন।
পাসের হার ৬৭ দশমিক ৩ শতাংশ। গত বছর এই পাসের হার ছিল ৭৮ দশমিক ৪৩ ভাগ। গত বছরের তুলনায় পাসের হার ১১ দশমিক ৪ ভাগ কম।
চলতি বছরে দিনাজপুর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৬২ জন। এদের মধ্যে মেয়ে শিক্ষার্থী ৭ হাজার ৫৪৬ জন, আর ছেলে শিক্ষার্থী ৭ হাজার ৫১৬ জন। ছেলেদের পাসের হার ৬৪ দশমিক ৩৮ ভাগ, আর মেয়েদের পাসের হার ৬৯ দশমিক ৭৮ ভাগ।
আরও জানা যায়, চলতি বছরে দিনাজপুর বোর্ডে ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করেনি। গত বছর শূন্য শতাংশ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ছিল চারটি।
এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহা. তৌহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, শুধু দিনাজপুর বোর্ডেই নয়, দেশের সব বোর্ডেই পাসের হার কমেছে।
তিনি বলেন, ‘এ বছর ফলাফলে কোনো কনসিডারেশন করা হয়নি।’
পাস না করা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে তিনি বলেন, ‘এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী সংখ্যা খুবই নগণ্য। এক থেকে দশের মধ্যে। বিষয়টি নিয়ে আমরা মন্ত্রণালয়কে জানাব।’
তিনি আরও বলেন, ‘করোনা-পরবর্তী শিক্ষার্থীদের পড়াশোনার সঙ্গে সম্পর্ক কিছুটা কমেছিল। পাসের হার কিছুটা কম হওয়ায় শিক্ষার্থীরা আবারও পড়ার টেবিলে ফিরবে।’
গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকায় পরিবেশ ধ্বংসকারী অবৈধ পলিথিনের বিরুদ্ধে এক বিশেষ টাস্কফোর্স অভিযান চালানো হয়েছে। এ সময় দুটি কারখানায় অভিযান চালিয়ে মোট তিন হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়।
১ ঘণ্টা আগেময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে এবার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। পরীক্ষায় অংশ নেওয়া এ প্রতিষ্ঠানগুলোর সব শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় সমালোচনার ঝড় বইছে। আজ বৃহস্পতিবার...
১ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহনাজ খাতুন ১২ দিন কারাবরণের পরে জামিনে মুক্তি পেয়েছেন।
১ ঘণ্টা আগেযশোর বোর্ডের অধীনে কুষ্টিয়ায় একটি কেন্দ্রে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভুল প্রশ্নপত্র বিতরণ করার ঘটনা ঘটেছে। এরপর তড়িঘড়ি করে সেই প্রশ্ন প্রত্যাহার করে নির্ধারিত প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়। এ ব্যাপারে ওই কেন্দ্রের সচিব কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
১ ঘণ্টা আগে