Ajker Patrika

দিনাজপুর শিক্ষা বোর্ডে কমেছে পাসের হার, মেয়েরা এগিয়ে

দিনাজপুর প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় ৬৭ দশমিক ৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আজ বৃহস্পতিবার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বোর্ডের পরিসংখানে এ তথ্য জানা গেছে।

শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী স্বাক্ষরিত পরিসংখানে জানা গেছে, চলতি বছর দিনাজপুর বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ৮৫ হাজার ৬৭ জন শিক্ষার্থী। পাস করেছে ১ লাখ ২২ হাজার ১৪৬ জন। ফেল করেছে ৬২ হাজার ৯২১ জন।

পাসের হার ৬৭ দশমিক ৩ শতাংশ। গত বছর এই পাসের হার ছিল ৭৮ দশমিক ৪৩ ভাগ। গত বছরের তুলনায় পাসের হার ১১ দশমিক ৪ ভাগ কম।

চলতি বছরে দিনাজপুর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৬২ জন। এদের মধ্যে মেয়ে শিক্ষার্থী ৭ হাজার ৫৪৬ জন, আর ছেলে শিক্ষার্থী ৭ হাজার ৫১৬ জন। ছেলেদের পাসের হার ৬৪ দশমিক ৩৮ ভাগ, আর মেয়েদের পাসের হার ৬৯ দশমিক ৭৮ ভাগ।

আরও জানা যায়, চলতি বছরে দিনাজপুর বোর্ডে ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করেনি। গত বছর শূন্য শতাংশ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ছিল চারটি।

এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহা. তৌহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, শুধু দিনাজপুর বোর্ডেই নয়, দেশের সব বোর্ডেই পাসের হার কমেছে।

তিনি বলেন, ‘এ বছর ফলাফলে কোনো কনসিডারেশন করা হয়নি।’

পাস না করা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে তিনি বলেন, ‘এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী সংখ্যা খুবই নগণ্য। এক থেকে দশের মধ্যে। বিষয়টি নিয়ে আমরা মন্ত্রণালয়কে জানাব।’

তিনি আরও বলেন, ‘করোনা-পরবর্তী শিক্ষার্থীদের পড়াশোনার সঙ্গে সম্পর্ক কিছুটা কমেছিল। পাসের হার কিছুটা কম হওয়ায় শিক্ষার্থীরা আবারও পড়ার টেবিলে ফিরবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত