Ajker Patrika

পীরগাছায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৪

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আহতরা। ছবি: আজকের পত্রিকা
চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আহতরা। ছবি: আজকের পত্রিকা

রংপুরের পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের তেয়ানী মুসার বাজার এলাকায় পৈতৃক সূত্রে পাওয়া জমিজমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধরে নারীসহ চারজন আহত হয়েছেন। আঙ্গুর মিয়া নামের এক ব্যক্তির নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে বলে পীরগাছা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ভুক্তভোগীরা বলেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিরোধের জেরে আজ রোববার সকালে হামলা চালানো হয়। এ সময় আঙ্গুর মিয়ার লোকজন দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও রড দিয়ে এ হামলা চালায়। এ সময় ঘরের দরজা-জানালা ভাঙচুর করা হয় এবং জমি দখল করে ধানের চারা রোপণ করে হামলাকারীরা। হামলায় আহতরা হলেন আজিজুল ইসলাম (৬৫), মনজু মিয়া (৩৮), আনোয়ার হোসেন (৫৫) ও অলিপা বেগম (৪০)। তাঁদের উদ্ধার করে পীরগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আজিজুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম বলেন, ‘আমাদের পরিবারের ওপর তারা জোরজবরদস্তি করে সম্পত্তি দখলে নিয়েছে। যার কোনো সঠিক কাগজপত্র তারা এখন পর্যন্ত দেখাতে পারেনি। আমরা থানায় অভিযোগ দিয়েছি। ন্যায় বিচার চাই।’

অপর দিকে আঙ্গুর মিয়ার ভাই শামসুল হক বলেন, ‘জমিটি আমরা দীর্ঘ ৫০-৬০ বছর ধরে ভোগদখল করে আসছি। হঠাৎ করেই তারা জমি দখলে নেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ হয়। আমাদের একজন গুরুতর আহত। আমরাও থানায় অভিযোগ দিয়েছি।’

এ বিষয়ে পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খানসামায় ১১ বছর আগের ঘটনায় সাবেক জামায়াত নেতার মামলা

‘স্ত্রী পরিচয়ে’ নারীর সঙ্গে রেস্ট হাউসে ওসি, খবর পেয়ে ছাত্রদল নেতার হাঙ্গামা

হুসাইন (রা.)-এর হত্যার পেছনে দায়ীদের মৃত্যু হয়েছিল যেভাবে

বিশেষ ফ্লাইটে ২৫০ জনকে সীমান্তে এনেছে ভারত, পাঠাবে বাংলাদেশে

মুরাদনগরের মা, মেয়ে ও ছেলে হত্যাকাণ্ডের হোতা চেয়ারম্যান শিমুল বিল্লাল, নেপথ্যে মাসোহারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত