রাঙামাটিতে প্রবারণা পূর্ণিমা উদ্যাপন
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে রাঙামাটিতে পালিত হয়েছে শুভ প্রবারণা পূর্ণিমা। আজ বুধবার সকালে রাঙামাটি রাজবন বিহারে তাবতিংস পূজা, সীমাঘরে বর্ষাবাস সমাপ্ত করে সূত্রপাত করেন রাজবন বিহারের ভিক্ষুরা। এর নেতৃত্ব দেন রাজবন বিহারের অধ্যক্ষ প্রজ্ঞালংকার মহাথের।