এশিয়ার আঞ্চলিক স্থিতাবস্থা বদলে দিতে চায় চীন: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, চীন এশিয়ার ‘আঞ্চলিক স্থিতাবস্থা মৌলিকভাবে পরিবর্তন’ করতে চায়। আজ শনিবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিরক্ষা প্রধানদের সম্মেলন শাংগ্রি লা ডায়ালগে এই কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের মিত্রদের প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বাড়াতে হবে।