অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের কলোরাডোয় জিম্মি মুক্তির দাবিতে ইসরায়েলিদের আয়োজিত এক বিক্ষোভ-সমাবেশে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৬ জন দগ্ধ হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। স্থানীয় সময় দুপুর ২টায় এ হামলা ঘটে। এ ঘটনায় মোহাম্মদ সোলাইমান নামে ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনাটিকে ‘পরিকল্পিত সন্ত্রাসী হামলা’ উল্লেখ করে তদন্ত শুরু করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই।
বিবিসির তথ্যমতে, বিক্ষোভ চলাকালে এক ব্যক্তি বিক্ষোভকারীদের দিকে ঘরে তৈরি মলোটভ ককটেল–সদৃশ বস্তু ছুড়ে মারেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলায় কয়েকজন দগ্ধ হন। দ্রুত তাঁদের হাসপাতালে নেওয়া হয়।
একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি দুই হাতে স্বচ্ছ স্প্রে বোতল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তাঁর সামনে ঘাসে আগুন জ্বলছে। এ সময় ওই ব্যক্তিকে চিৎকার করে বলতে শোনা যায়—‘জায়নবাদীরা নিপাত যাক’, ‘ফিলিস্তিন মুক্ত করো’। তিনি নিজেও এই ঘটনায় আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বোল্ডার পুলিশপ্রধান স্টিভ রেডফার্ন জানান, খবর পেয়ে দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। স্টিভ রেডফার্ন বলেন, ঘটনাস্থলে পৌঁছেই পুলিশ তাৎক্ষণিক ওই সন্দেহভাজনের মুখোমুখি হয়। কোনো ধরনের ঝামেলা ছাড়াই তাঁকে আটক করা হয়েছে। পরে তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়।
আহত ছয়জনের বয়স ৬৭ থেকে ৮৮ বছরের মধ্যে বলে জানিয়েছে এফবিআই। এফবিআই প্রধান ক্যাশ প্যাটেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ‘আমরা বোল্ডারে সংগঠিত একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলার বিষয়ে অবগত এবং ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত করছি।’ সংস্থাটির কর্মকর্তা মার্ক মিশালেক জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী এটি একটি পরিকল্পিত সহিংসতা। এফবিআই এটি সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবেই তদন্ত করছে।
তদন্তকারীরা এখন হামলাকারীর অতীত ইতিহাস বিশ্লেষণ করছেন। হামলার উদ্দেশ্য নিয়ে স্থানীয় পুলিশ এখনো প্রকাশ্যে কিছু বলেনি। তবে ঘটনাটি যুক্তরাষ্ট্রে ইসরায়েল-ফিলিস্তিন সংকট ঘিরে ঘনীভূত উত্তেজনার অংশ হিসেবে দেখা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের কলোরাডোয় জিম্মি মুক্তির দাবিতে ইসরায়েলিদের আয়োজিত এক বিক্ষোভ-সমাবেশে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৬ জন দগ্ধ হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। স্থানীয় সময় দুপুর ২টায় এ হামলা ঘটে। এ ঘটনায় মোহাম্মদ সোলাইমান নামে ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনাটিকে ‘পরিকল্পিত সন্ত্রাসী হামলা’ উল্লেখ করে তদন্ত শুরু করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই।
বিবিসির তথ্যমতে, বিক্ষোভ চলাকালে এক ব্যক্তি বিক্ষোভকারীদের দিকে ঘরে তৈরি মলোটভ ককটেল–সদৃশ বস্তু ছুড়ে মারেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলায় কয়েকজন দগ্ধ হন। দ্রুত তাঁদের হাসপাতালে নেওয়া হয়।
একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি দুই হাতে স্বচ্ছ স্প্রে বোতল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তাঁর সামনে ঘাসে আগুন জ্বলছে। এ সময় ওই ব্যক্তিকে চিৎকার করে বলতে শোনা যায়—‘জায়নবাদীরা নিপাত যাক’, ‘ফিলিস্তিন মুক্ত করো’। তিনি নিজেও এই ঘটনায় আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বোল্ডার পুলিশপ্রধান স্টিভ রেডফার্ন জানান, খবর পেয়ে দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। স্টিভ রেডফার্ন বলেন, ঘটনাস্থলে পৌঁছেই পুলিশ তাৎক্ষণিক ওই সন্দেহভাজনের মুখোমুখি হয়। কোনো ধরনের ঝামেলা ছাড়াই তাঁকে আটক করা হয়েছে। পরে তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়।
আহত ছয়জনের বয়স ৬৭ থেকে ৮৮ বছরের মধ্যে বলে জানিয়েছে এফবিআই। এফবিআই প্রধান ক্যাশ প্যাটেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ‘আমরা বোল্ডারে সংগঠিত একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলার বিষয়ে অবগত এবং ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত করছি।’ সংস্থাটির কর্মকর্তা মার্ক মিশালেক জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী এটি একটি পরিকল্পিত সহিংসতা। এফবিআই এটি সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবেই তদন্ত করছে।
তদন্তকারীরা এখন হামলাকারীর অতীত ইতিহাস বিশ্লেষণ করছেন। হামলার উদ্দেশ্য নিয়ে স্থানীয় পুলিশ এখনো প্রকাশ্যে কিছু বলেনি। তবে ঘটনাটি যুক্তরাষ্ট্রে ইসরায়েল-ফিলিস্তিন সংকট ঘিরে ঘনীভূত উত্তেজনার অংশ হিসেবে দেখা হচ্ছে।
দীর্ঘদিনের উত্তেজনা ও কয়েক দিনের প্রাণঘাতী সংঘর্ষের পর থাইল্যান্ড ও কম্বোডিয়া অবশেষে সীমান্তে ‘তাৎক্ষণিক ও নিঃশর্ত’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বিষয়টি জানিয়েছেন। তিনিই এই আলোচনার মধ্যস্থতা। খবর আল-জাজিরার।
২ ঘণ্টা আগেক্যালিফোর্নিয়ার মন্টেরি উপকূলসংলগ্ন প্রশান্ত মহাসাগরে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। তিনজনকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে কোস্ট গার্ড। তারা নিহত হয়েছেন কি না সে ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও ধারণা করা হচ্ছে তারা আর বেঁচে নেই।
২ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার তিন মাস পর শ্রীনগরে সেনাবাহিনীর অভিযানে ৩ সন্দেহভাজন অস্ত্রধারীকে হত্যা করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনী নিহতদের ‘পাকিস্তানি’ বলে দাবি করেছে। ভারতীয় সেনাবাহিনীর সূত্র জানিয়েছে, নিহত এই তিনজনই পেহেলগামে ২৬ জন হত্যার মূল হোতা বলে সন্দেহ করা হচ্ছে।
৪ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র যেভাবে বল প্রয়োগ করে টোকিও ও বার্লিন দখল করেছিল, ইসরায়েলের গাজায় তাই করা উচিত। ইসরায়েলের ‘কৌশলে পরিবর্তন আনা উচিত।’ মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসিকে দেওয়ার এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন।
৫ ঘণ্টা আগে