আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, রোনালদোর অভিযোগ
ম্যানচেস্টার ইউনাইটেডে এবারের মৌসুম ক্রিস্টিয়ানো রোনালদোর যে খারাপ যাচ্ছে, তা স্পষ্ট। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরের ইস্যুতে রোনালদোকে নিয়ে সমালোচনা চলছেই। এবার ইউনাইটেডকে উদ্দেশ্য করে নিজের ক্ষোভ ঝেরেছেন রোনালদো। পর্তুগিজ তারকার অভিযোগ, তাঁর (রোনালদো) সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে।