Ajker Patrika

সৌদি আরবের ক্লাবেই কি ২১০০ কোটি টাকায় খেলবেন রোনালদো

সৌদি আরবের ক্লাবেই কি ২১০০ কোটি টাকায় খেলবেন রোনালদো

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি বাতিল হওয়ায় ক্রিস্টিয়ানো রোনালদো এখন ফ্রী এজেন্ট। যেকোনো ক্লাবে এখন তিনি যেতে পারেন। বিশ্বকাপের পর ২১০০ কোটি টাকার চুক্তিতে মধ্যপ্রাচ্যের এক ক্লাবে রোনালদোর খেলার গুঞ্জন শোনা যাচ্ছে।

সৌদি আরবের আল-নাসর ক্লাবের সঙ্গে রোনালদোর চুক্তির ব্যাপারটি জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। মার্কার মতে, দুই পক্ষের মধ্যে শেষ পর্যায়ে আলোচনা চলছে। বছরে ২০ কোটি ইউরো (বাংলাদেশি মুদ্রায় ২১১১ কোটি ৭৮ লাখ টাকা) বেতনে আড়াই বছরের চুক্তিও হয়ে গেছে।

রোনালদো মূলত আলোচনায় এসেছেন কদিন আগে ম্যানচেস্টার ইউনাইটেডের ব্যাপারে পিয়ার্স মরগানকে বিশাল সাক্ষাৎকার দিয়ে। ইউনাইটেডের ক্লাব কর্মকর্তা, সাবেক সতীর্থ, মালিকপক্ষ সবাইকে কাঠগড়ায় তুলেছিলেন রোনালদো। এরপরই নড়েচড়ে বসে ইউনাইটেড কর্তৃপক্ষ। ফলশ্রুতিতে রেড ডেভিলরা রোনালদোর সঙ্গে চুক্তি বাতিল করে।

রিয়েল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, স্পোর্টিং সিপি, জুভেন্টাস-ক্যারিয়ারে এখন পর্যন্ত এই চারটি ক্লাবের হয়ে খেলেছেন রোনালদো। সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং গোল করা-দুটোই হয়েছে রিয়াল মাদ্রিদের জার্সিতে। লস ব্লাঙ্কোসদের হয়ে ৪৩৮ ম্যাচে করেছেন ৪৫০ গোল। ইউনাইটেডের জার্সিতে ৩৪৬ ম্যাচে ১৪৫ গোল করেছেন। জুভেন্টাসের হয়ে ১৩৪ ম্যাচে করেছেন ১০১ গোল। সবচেয়ে কম গোল করেছেন স্পোর্টিং সিপির জার্সিতে। স্বদেশি ক্লাবের হয়ে ৩১ ম্যাচে ৫ গোল করেছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত