Ajker Patrika

‘ম্যানচেস্টার ইউনাইটেড মার্কেটিং ক্লাব’ 

আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ১৩: ৫৬
‘ম্যানচেস্টার ইউনাইটেড মার্কেটিং ক্লাব’ 

ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর অভিযোগ চলছেই। রোনালদো এবার আঙুল তুললেন মালিকপক্ষ গ্লেজার্সের দিকে। একই সঙ্গে ইউনাইটেডকে ‘মার্কেটিং ক্লাব’ বললেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।

২০০৫ সালে ইউনাইটেডের মালিকানা কিনে নেয় গ্লেজার্স। এরপর গ্লেজার্সকে নিয়ে অনেক আলাপ-আলোচনা হয়েছে। ভক্ত-সমর্থকেরা অনেকবার গ্লেজার্সের বিরুদ্ধে আন্দোলনও করেছিলেন। রোনালদোর দাবি, এভাবে চলতে থাকলে ইউনাইটেডের পারফরম্যান্সের উন্নতি হতে সময় লাগবে। পর্তুগিজ এই তারকা ফুটবলার বলেন, ‘আপনারা সবাই জানেন, ম্যানচেস্টার (ইউনাইটেড) হচ্ছে মার্কেটিং ক্লাব। তারা মার্কেটিং থেকে টাকা উপার্জন করে। আমার মতে, খেলাধুলা নিয়ে তারা বিন্দুমাত্র ভাবে না। এভাবে চলতে থাকলে খেলাধুলায় শীর্ষে উঠতে আরও দুই-তিন বছর লাগবে। ক্লাবের মালিক গ্লেজার্স ক্লাব নিয়ে কোনো চিন্তাভাবনা করেন না।’

রোনালদোর মতে, ভক্তদের সত্যিটা জানা দরকার। আর ক্লাবের ভালো চান বলেই আবারও ইউনাইটেডে ফিরে এসেছেন-এমনটা জানিয়েছেন তিনি। পর্তুগিজ তারকা ফুটবলার বলেন, ‘ভক্তরা সব সময় সঠিক। তাদের সত্যিটা জানা দরকার। খেলোয়াড়েরা ক্লাবের ভালো চায়। ক্লাবের সর্বোচ্চ ভালো চাই বলেই আমি ম্যানচেস্টার ইউনাইটেডে এসেছি। এ কারণে আমি এই ক্লাবকে ভালোবাসি।’

ইউনাইটেডের জার্সিতে ৩৪৬ ম্যাচ খেলে ১৪৫ গোল করেছেন রোনালদো, অ্যাসিস্ট করেছেন ৬৪ গোলে। রেড ডেভিলদের হয়ে তিনবার প্রিমিয়ার লিগ এবং একবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন পর্তুগিজ এই উইঙ্গার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত