Ajker Patrika

হ্যাক হয়েছে রোনালদোর ‘প্রিয়’ মরগানের টুইটার অ্যাকাউন্ট

হ্যাক হয়েছে রোনালদোর ‘প্রিয়’ মরগানের টুইটার অ্যাকাউন্ট

পিয়ার্স মরগান যেন ক্রিস্টিয়ানো রোনালদোর ‘প্রিয়’ মানুষ। ব্যক্তিগত অনেক কিছুই মরগানের সঙ্গে শেয়ার করেন রোনালদো। এবার সেই মরগানের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে।

গতকাল মরগানের টুইটার অ্যাকাউন্ট থেকে প্রোফাইল পিকচার ও ব্যানার ইমেজ হঠাৎ করে উধাও হয়ে যায়। এমনকি কোনো পোস্টও দেখা যাচ্ছে না। মরগানের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবি করেছেন ছেলে স্পেনসার মরগান। স্পেনসার বলেন, ‘বাবার অ্যাকাউন্ট অবশ্যই হ্যাক করা হয়েছে।’

মরগানের টুইটার অ্যাকাউন্ট থেকে সদ্য প্রয়াত রাণী দ্বিতীয় এলিজাবেথ এবং বিখ্যাত সঙ্গীতশিল্পী এড শেরানকে নিয়ে বাজে মন্তব্য করা হয়েছে। মরগানের সামাজিক মাধ্যমে ৮৩ লাখ ফলোয়ার রয়েছে। মরগান এর আগে আমেরিকাস গট ট্যালেন্ট, ব্রিটেনস গট ট্যালেন্ট, গুড মর্নিং ব্রিটেইনে উপস্থাপক হিসেবে কাজ করছিলেন।

ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে গত মাসে পিয়ার্স মরগানকে বিশাল সাক্ষাৎকার দিয়েছিলেন রোনালদো। রেড ডেভিলের ক্লাব কর্মকর্তা, সাবেক সতীর্থ, মালিকপক্ষ সবাইকে কাঠগড়ায় তুলেছিলেন রোনালদো। এরপরই নড়েচড়ে বসে ইউনাইটেড কর্তৃপক্ষ এবং পর্তুগিজ তারকা ফুটবলারের সঙ্গে চুক্তি বাতিল করে। যার ফলে রোনালদো হয়ে যান ফ্রী এজেন্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত