Ajker Patrika

‘বন্ধু হলেই ছবি তুলতে হবে, ব্যাপারটা তা নয়’

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ১৮: ২৫
‘বন্ধু হলেই ছবি তুলতে হবে, ব্যাপারটা তা নয়’

সৌদি আরবে রিয়াল মাদ্রিদের দলের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর পুনর্মিলনী হয়েছে, যেখানে বার্সেলোনার বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল খেলতে লস ব্লাংকোসরা এসেছে সৌদি আরবে। আর নতুন ক্লাব আল নাসরেতে অনুশীলন করেছেন রোনালদো। রিয়ালের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন এবং ছবিও তুলেছেন রোনালদো। তবে করিম বেনজেমার সঙ্গে রোনালদোর ছবি তুলতে দেখা যায়নি।

বেনজেমা ও রোনালদো রিয়ালে অনেক বছর একসঙ্গে খেলেছেন। লস ব্লাংকোসদের অনেক শিরোপা এনে দিয়েছেন এই দুই তারকা ফুটবলার। একসঙ্গে ছবি না তোলায় এই দুজনের সম্পর্কে ফাটল ধরার গুঞ্জনও শোনা গেছে। তবে বেনজেমা সেই গুঞ্জন উড়িয়ে দিলেন। ফরাসি এই তারকা ফুটবলার বলেন, ‘বন্ধু হলেই যে আমাদের ছবি তুলতে হবে, ব্যাপারটা তা নয়। ছবি তো ইনস্টাগ্রাম আর টুইটারের জন্য। সেটা আলাদা জগৎ। একে অপরকে স্বাগত জানানোর সময় পাইনি; কারণ, আমি অনুশীলন করছিলাম আর সে-ও তৎক্ষণাৎ অনুশীলন করতে চলে গিয়েছিল। আশা করি আগামীকাল তার সঙ্গে মাঠে দেখা হবে।’

রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, স্পোর্টিং সিপি, জুভেন্টাস—ক্যারিয়ারে এই চার ক্লাবের পর আল-নাসরে নিজের পঞ্চম ক্লাবে খেলেছেন রোনালদো। ৯৪৯ ম্যাচে ৭০১ গোলের সঙ্গে ২২৩ গোলে অ্যাসিস্ট করেছেন। সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং গোল করা দুটোই হয়েছে রিয়াল মাদ্রিদের জার্সিতে। লস ব্লাংকোসদের হয়ে ৪৩৮ ম্যাচে করেছেন ৪৫০ গোল। অন্যদিকে বেনজেমা ক্লাব ক্যারিয়ারে ৭৬৮ ম্যাচ খেলে ৩৯৯ গোল এবং অ্যাসিস্ট করেছেন ১৮৭ গোলে। রিয়ালের হয়ে ৬২০ ম্যাচে ৩৩৩ গোল ও ১৬০ অ্যাসিস্ট করেছেন ফরাসি এই ফরোয়ার্ড। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত