ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ—সব প্রতিযোগিতায় এখন আর্সেনালের জয়জয়কার। গতকাল এফএ কাপের ম্যাচে কাসাম স্টেডিয়ামে অক্সফোর্ড ইউনাইটেডকে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। তাতে টুর্নামেন্টে গানার্সদের পরবর্তী প্রতিপক্ষ হলো ম্যানচেস্টার সিটি। সিটিজেনদের মোকাবিলা করতে উন্মুখ হয়ে আছেন মিকেল আর্তেতা।
কাসাম স্টেডিয়ামে গতকাল অক্সফোর্ড ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে আর্সেনাল। প্রথমার্ধ গোলশূন্য ড্রতে শেষ হলেও গোল তিনটি হয়েছে দ্বিতীয়ার্ধে। ৬৩ মিনিটে গোল করেন মোহাম্মদ এলনেনি। আর ৭০ ও ৭৬ মিনিটে জোড়া গোল করেছেন এডি এনকিতা। অক্সফোর্ডকে উড়িয়ে দিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে আর্সেনালের প্রতিপক্ষ ম্যান সিটি। শিষ্যদের এমন পারফরম্যান্সে উচ্ছ্বসিত আর্তেতা বলেন, ‘এমন পারফরম্যান্সই সবার থেকে চাই। আমি উচ্ছ্বসিত। আপনাকে গোল করতে হবে। এফএ কাপের প্রতিযোগিতা তো এখানেই। টুর্নামেন্ট জিততে হলে সেরা দলের বিপক্ষে খেলতে হবে।’
এনকিতা এবারের মৌসুমে খেলেছেন ২৩ ম্যাচ। ৭ গোলের সঙ্গে করেছেন ১ অ্যাসিস্ট। আর্সেনালের এই সেন্টার ফরোয়ার্ডের পারফরম্যান্সে সন্তুষ্ট আর্তেতা বলেছেন, ‘এডি দারুণ খেলছে। তার দৌড়ানোর গতি বেশ ভালো। আমি তার পারফরম্যান্সে খুশি।’
২৮ জানুয়ারি ইতিহাদে ম্যান সিটির বিপক্ষে এফএ কাপের ম্যাচ খেলবে আর্সেনাল। তার আগে দুটো প্রিমিয়ার লিগের ম্যাচ খেলবে গানার্সরা। ১৫ জানুয়ারি হটস্পার স্টেডিয়ামে আর্সেনালের প্রতিপক্ষ টটেনহাম আর ২২ জানুয়ারি এমিরেটস স্টেডিয়ামে গানার্সরা আতিথেয়তা দেবে ম্যানচেস্টার ইউনাইটেডকে। ম্যাচ ধরে ধরে এগোনোর পরিকল্পনা করছেন আর্তেতা, ‘আমরা ম্যাচ ধরে ধরে এগোব। আমাদের পরবর্তী লক্ষ্য টটেনহামের ম্যাচে।’
ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ—সব প্রতিযোগিতায় এখন আর্সেনালের জয়জয়কার। গতকাল এফএ কাপের ম্যাচে কাসাম স্টেডিয়ামে অক্সফোর্ড ইউনাইটেডকে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। তাতে টুর্নামেন্টে গানার্সদের পরবর্তী প্রতিপক্ষ হলো ম্যানচেস্টার সিটি। সিটিজেনদের মোকাবিলা করতে উন্মুখ হয়ে আছেন মিকেল আর্তেতা।
কাসাম স্টেডিয়ামে গতকাল অক্সফোর্ড ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে আর্সেনাল। প্রথমার্ধ গোলশূন্য ড্রতে শেষ হলেও গোল তিনটি হয়েছে দ্বিতীয়ার্ধে। ৬৩ মিনিটে গোল করেন মোহাম্মদ এলনেনি। আর ৭০ ও ৭৬ মিনিটে জোড়া গোল করেছেন এডি এনকিতা। অক্সফোর্ডকে উড়িয়ে দিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে আর্সেনালের প্রতিপক্ষ ম্যান সিটি। শিষ্যদের এমন পারফরম্যান্সে উচ্ছ্বসিত আর্তেতা বলেন, ‘এমন পারফরম্যান্সই সবার থেকে চাই। আমি উচ্ছ্বসিত। আপনাকে গোল করতে হবে। এফএ কাপের প্রতিযোগিতা তো এখানেই। টুর্নামেন্ট জিততে হলে সেরা দলের বিপক্ষে খেলতে হবে।’
এনকিতা এবারের মৌসুমে খেলেছেন ২৩ ম্যাচ। ৭ গোলের সঙ্গে করেছেন ১ অ্যাসিস্ট। আর্সেনালের এই সেন্টার ফরোয়ার্ডের পারফরম্যান্সে সন্তুষ্ট আর্তেতা বলেছেন, ‘এডি দারুণ খেলছে। তার দৌড়ানোর গতি বেশ ভালো। আমি তার পারফরম্যান্সে খুশি।’
২৮ জানুয়ারি ইতিহাদে ম্যান সিটির বিপক্ষে এফএ কাপের ম্যাচ খেলবে আর্সেনাল। তার আগে দুটো প্রিমিয়ার লিগের ম্যাচ খেলবে গানার্সরা। ১৫ জানুয়ারি হটস্পার স্টেডিয়ামে আর্সেনালের প্রতিপক্ষ টটেনহাম আর ২২ জানুয়ারি এমিরেটস স্টেডিয়ামে গানার্সরা আতিথেয়তা দেবে ম্যানচেস্টার ইউনাইটেডকে। ম্যাচ ধরে ধরে এগোনোর পরিকল্পনা করছেন আর্তেতা, ‘আমরা ম্যাচ ধরে ধরে এগোব। আমাদের পরবর্তী লক্ষ্য টটেনহামের ম্যাচে।’
অচেনা দেশ, আসার আগে তাই পরিবার থেকেও পেয়েছিলেন সতর্কবার্তা। কিন্তু পা রাখার পর সবকিছুই যেন আপন মনে হচ্ছে সাঈদ খোদারাহমির। ইরানি এই কোচের হাত ধরে অচেনা ফুটসালকেও আপন করে নিতে চায় বাংলাদেশ।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে দীর্ঘ দিন কাজ করেছেন মিনহাজুল আবেদীন নান্নু। প্রশংসার চেয়ে সমালোচিতই বেশি হয়েছেন প্রধান নির্বাচক হিসেবে। নান্নু এখন কাজ করছেন বিসিবির হেড অব প্রোগ্রাম হিসেবে। এশিয়া কাপ, বিশ্বকাপে খেলার আগে তিনি বিসিবিকে কিছু পরামর্শ দিয়েছেন।
৪ ঘণ্টা আগেখেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
৭ ঘণ্টা আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
৭ ঘণ্টা আগে