Ajker Patrika

অতিরিক্ত ঘুমের কারণেই ইংলিশ তারকাকে বসে থাকতে হয়েছে বেঞ্চে

আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ১৪: ০৭
অতিরিক্ত ঘুমের কারণেই ইংলিশ তারকাকে বসে থাকতে হয়েছে বেঞ্চে

নিয়মশৃঙ্খলার ব্যাপারে একটু বেশিই কঠোর এরিক টেন হাগ। শৃঙ্খলা ভঙ্গ করলে শিষ্যদের শাস্তি দিতে বিন্দুমাত্র ভাবেন না ইউনাইটেড কোচ। গতকাল মার্কাস রাশফোর্ডকে শাস্তি দিয়েছিলেন টেন হাগ। 

মলিনিউক্স স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে গতকাল মুখোমুখি হয় উলভস-ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের আগে অতিরিক্ত ঘুমানোয় দলীয় মিটিংয়ে যোগ দিতে পারেননি রাশফোর্ড। এ কারণে শুরুর একাদশে ইংলিশ এই ফুটবলারকে রাখেননি টেন হাগ। ইউনাইটেডের কোচ বলেন, ‘প্রত্যেককেই নিয়ম মেনে চলতে হবে। না মেনে চললে তার ফল ভোগ করতে হবে।’ 

প্রথমার্ধ গতকাল বেঞ্চে বসে কাটাতে হয়েছে রাশফোর্ডকে। ইংলিশ এই ফুটবলারকে ৪৬ মিনিটের সময় মাঠে নামিয়েছিলেন টেন হাগ। ৭৬ মিনিটের সময় ব্রুনো ফার্নান্দেজের অ্যাসিস্টে গোল করেন রাশফোর্ড। আর ১-০ গোলে উলভসকে হারিয়েছে ম্যানইউ। টেন হাগের মতে, পারফরম্যান্সেই উত্তর দিয়েছেন রাশফোর্ড। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ বলেন, ‘আমি এমনটাই চেয়েছিলাম। তা না হলে আপনি কখনো সফল হতে পারবেন না। সে একদম যথার্থ উত্তর দিয়েছে।’ 

একাদশ থেকে বাদ পড়ায় রাশফোর্ড হতাশ হয়েছেন ঠিকই। তবে ম্যাচ জেতায় তিনি ভীষণ খুশি। ইংলিশ এই লেফট উইঙ্গার বলেন, ‘ব্যাপারটা আমি বুঝতে পেরেছি। ম্যাচটা জিততে পেরে আমি অবশ্যই খুশি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত