Ajker Patrika

আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, রোনালদোর অভিযোগ

আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, রোনালদোর অভিযোগ

ম্যানচেস্টার ইউনাইটেডে এবারের মৌসুম ক্রিস্টিয়ানো রোনালদোর যে খারাপ যাচ্ছে, তা স্পষ্ট। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরের ইস্যুতে রোনালদোকে নিয়ে সমালোচনা চলছেই। এবার ইউনাইটেডকে উদ্দেশ্য করে নিজের ক্ষোভ ঝেরেছেন রোনালদো। পর্তুগিজ তারকার অভিযোগ, তাঁর (রোনালদো) সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। 

গতকাল পিয়ার্স মরগানকে ৯০ মিনিটের সাক্ষাৎকার দেন রোনালদো। মরগানকে দেওয়া সাক্ষাৎকারে ইউনাইটেডের কয়েকজন কর্মকর্তার দিকে আঙুল তুলেছেন রোনালদো। পর্তুগিজ তারকা ফুটবলারের সবচেয়ে বেশি রাগ যেন কোচ এরিক টেন হাগের ওপর। কেননা কোচ হওয়ার পর থেকেই যেন টেন হাগের সঙ্গে রোনালদোর বনিবনা হচ্ছে না। কোচের প্রতি বিরক্ত রোনালদো সরাসরি জানিয়ে দিয়েছেন, তিনি তাঁকে (টেন হাগ) সম্মান করেন না। 

ইউনাইটেডে বলির পাঠা হওয়ার অভিযোগও করেছেন রোনালদো। এমনকি টেন হাগসহ কয়েকজন নাকি চেয়েছিলেন, তিনি (রোনালদো) যেন ক্লাব ছেড়ে চলে যান। ডাচ কোচকে নিয়ে রোনালদো বলেন, ‘তার (টেন হাগ) প্রতি আমার কোনো শ্রদ্ধা নেই, কারণ তিনি আমাকে সম্মান করেন না। যদি আপনি আমাকে সম্মানই না করেন, তাহলে আমি আপনাকে কখনো সম্মান করব না। শুধু টেন হাগই নন, ক্লাবের আরও অনেকেই চেয়েছেন আমি ক্লাব থেকে চলে যাই। আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। কয়েকজন আমাকে এখানে চাননি। শুধু এবছরই না, গত বছর থেকেই।’ 

টেন হাগ তো বটেই, র্যালফ র্যাংনিক, ওয়েইন রুনির প্রতিও রোনালদে রাগ ঝেরেছেন। র্যাংনিককে উদ্দেশ্য করে পর্তুগিজ তারকা ফুটবলার বলেন, ‘যদি আপনি (র্যাংনিক) কোচই না হয়ে থাকেন, তাহলে কীভাবে আপনি ম্যানচেস্টার ইউনাইটেডের বস হয়ে থাকেন? আমি তার সম্পর্কে কখনো শুনিনি।’ আর রুনিকে উদ্দেশ্য করে রোনালদো বলেন, ‘আমি জানি না কেন সে এত বাজেভাবে আমার সমালোচনা করে। সম্ভবত তার ক্যারিয়ার শেষ এবং আমি এখনও দুর্দান্ত খেলে যাচ্ছি।’ 

ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে ৩৪৬ ম্যাচ খেলে ১৪৫ গোল করেছেন রোনালদো, অ্যাসিস্ট করেছেন ৬৪ গোলে। রেড ডেভিলদের হয়ে তিনবার প্রিমিয়ার লিগ এবং একবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন পর্তুগিজ এই উইঙ্গার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত