মার্কাস রাশফোর্ডের দুর্দান্ত নৈপুণ্যে গতকাল এফএ কাপে এভারটনের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দল জয় পেলেও হাস্যকর এক ভুল করেছেন ম্যানইউর গোলরক্ষক দাভিদ দি হেয়া।
সেই ভুলের জন্য এখন ব্যাপক সমালোচিতও হচ্ছেন দি হেয়া। তাঁকে সবচেয়ে কঠোর সমালোচনা শুনতে হয়েছে তারই ক্লাবের সাবেক অধিনায়ক রয় কিনের। তাঁর ভুলকে হাস্যরস ফিল্ম সিরিজ ‘ক্যারি অনের’ সঙ্গে তুলনা করেছেন কিন। এমনকি দি হেয়াকে মাতালের সঙ্গেও তুলনা করেছেন তিনি।
ম্যাচের বিরতির সময় এমন সমালোচনা করেছেন কিন। আইটিভির পণ্ডিতদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেছেন, ‘শুনুন, এটি একজন আন্তর্জাতিক গোলরক্ষকের কাছ থেকে জঘন্য ভুল। এটি এমন মনে হচ্ছিল, যেন গোলরক্ষককে উঠিয়ে দেওয়া হয়েছে। আর বাইরের একজন খেলোয়াড় এসে গোল দিয়েছে। সে তখন জানে না কী করবে। এটি ভয়াবহ এক ভুল।’
দি হেয়াকে ‘মাতালের’ সঙ্গেও তুলনা করেছেন কিন। তিনি বলেছেন, ‘এটি যেন ক্যারি অন ফুটবলের মতো। তাকে দেখে মনে হয়েছিল, সে কিছু মদ খেয়ে নেমেছে। একজন কোচ অথবা খেলোয়াড় হিসেবে তুমি তাকে হত্যা করতে চাইবে।’
ম্যাচের ১৪ মিনিটে ভুলটি করেছিলেন দি হেয়া। তখন পর্যন্ত এক গোলে এগিয়ে ছিলেন তাঁরা। ৩২ বছর বয়সী গোলরক্ষকের ভুলে সে সময় সমতায় ফেরে এভারটন। প্রতিপক্ষের মিডফিল্ডার আমাদু ওনানার বক্সের ভেতর থেকে গোলবারে নেওয়া দুর্বল শটটিকে তালগোল পাকিয়ে ফেলেন স্প্যানিশ গোলরক্ষক। এক পোস্ট ধরে নিজের দুই পায়ের ফাঁক দিয়ে কনর কোডিকে গোল করার সুযোগ করে দেন তিনি। সেই সুযোগ কাজে লাগিয়ে দলকে সমতায় ফেরান এই ইংল্যান্ড ফুটবলার।
মার্কাস রাশফোর্ডের দুর্দান্ত নৈপুণ্যে গতকাল এফএ কাপে এভারটনের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দল জয় পেলেও হাস্যকর এক ভুল করেছেন ম্যানইউর গোলরক্ষক দাভিদ দি হেয়া।
সেই ভুলের জন্য এখন ব্যাপক সমালোচিতও হচ্ছেন দি হেয়া। তাঁকে সবচেয়ে কঠোর সমালোচনা শুনতে হয়েছে তারই ক্লাবের সাবেক অধিনায়ক রয় কিনের। তাঁর ভুলকে হাস্যরস ফিল্ম সিরিজ ‘ক্যারি অনের’ সঙ্গে তুলনা করেছেন কিন। এমনকি দি হেয়াকে মাতালের সঙ্গেও তুলনা করেছেন তিনি।
ম্যাচের বিরতির সময় এমন সমালোচনা করেছেন কিন। আইটিভির পণ্ডিতদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেছেন, ‘শুনুন, এটি একজন আন্তর্জাতিক গোলরক্ষকের কাছ থেকে জঘন্য ভুল। এটি এমন মনে হচ্ছিল, যেন গোলরক্ষককে উঠিয়ে দেওয়া হয়েছে। আর বাইরের একজন খেলোয়াড় এসে গোল দিয়েছে। সে তখন জানে না কী করবে। এটি ভয়াবহ এক ভুল।’
দি হেয়াকে ‘মাতালের’ সঙ্গেও তুলনা করেছেন কিন। তিনি বলেছেন, ‘এটি যেন ক্যারি অন ফুটবলের মতো। তাকে দেখে মনে হয়েছিল, সে কিছু মদ খেয়ে নেমেছে। একজন কোচ অথবা খেলোয়াড় হিসেবে তুমি তাকে হত্যা করতে চাইবে।’
ম্যাচের ১৪ মিনিটে ভুলটি করেছিলেন দি হেয়া। তখন পর্যন্ত এক গোলে এগিয়ে ছিলেন তাঁরা। ৩২ বছর বয়সী গোলরক্ষকের ভুলে সে সময় সমতায় ফেরে এভারটন। প্রতিপক্ষের মিডফিল্ডার আমাদু ওনানার বক্সের ভেতর থেকে গোলবারে নেওয়া দুর্বল শটটিকে তালগোল পাকিয়ে ফেলেন স্প্যানিশ গোলরক্ষক। এক পোস্ট ধরে নিজের দুই পায়ের ফাঁক দিয়ে কনর কোডিকে গোল করার সুযোগ করে দেন তিনি। সেই সুযোগ কাজে লাগিয়ে দলকে সমতায় ফেরান এই ইংল্যান্ড ফুটবলার।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দিনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। গতকাল দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্ট গত এক বছরে ১৮ ইনিংসের ৯ বারই ২০০ রানের নিচে অলআউট...
৩ মিনিট আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
১ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
২ ঘণ্টা আগেডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
২ ঘণ্টা আগে