মার্কাস রাশফোর্ডের দুর্দান্ত নৈপুণ্যে গতকাল এফএ কাপে এভারটনের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দল জয় পেলেও হাস্যকর এক ভুল করেছেন ম্যানইউর গোলরক্ষক দাভিদ দি হেয়া।
সেই ভুলের জন্য এখন ব্যাপক সমালোচিতও হচ্ছেন দি হেয়া। তাঁকে সবচেয়ে কঠোর সমালোচনা শুনতে হয়েছে তারই ক্লাবের সাবেক অধিনায়ক রয় কিনের। তাঁর ভুলকে হাস্যরস ফিল্ম সিরিজ ‘ক্যারি অনের’ সঙ্গে তুলনা করেছেন কিন। এমনকি দি হেয়াকে মাতালের সঙ্গেও তুলনা করেছেন তিনি।
ম্যাচের বিরতির সময় এমন সমালোচনা করেছেন কিন। আইটিভির পণ্ডিতদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেছেন, ‘শুনুন, এটি একজন আন্তর্জাতিক গোলরক্ষকের কাছ থেকে জঘন্য ভুল। এটি এমন মনে হচ্ছিল, যেন গোলরক্ষককে উঠিয়ে দেওয়া হয়েছে। আর বাইরের একজন খেলোয়াড় এসে গোল দিয়েছে। সে তখন জানে না কী করবে। এটি ভয়াবহ এক ভুল।’
দি হেয়াকে ‘মাতালের’ সঙ্গেও তুলনা করেছেন কিন। তিনি বলেছেন, ‘এটি যেন ক্যারি অন ফুটবলের মতো। তাকে দেখে মনে হয়েছিল, সে কিছু মদ খেয়ে নেমেছে। একজন কোচ অথবা খেলোয়াড় হিসেবে তুমি তাকে হত্যা করতে চাইবে।’
ম্যাচের ১৪ মিনিটে ভুলটি করেছিলেন দি হেয়া। তখন পর্যন্ত এক গোলে এগিয়ে ছিলেন তাঁরা। ৩২ বছর বয়সী গোলরক্ষকের ভুলে সে সময় সমতায় ফেরে এভারটন। প্রতিপক্ষের মিডফিল্ডার আমাদু ওনানার বক্সের ভেতর থেকে গোলবারে নেওয়া দুর্বল শটটিকে তালগোল পাকিয়ে ফেলেন স্প্যানিশ গোলরক্ষক। এক পোস্ট ধরে নিজের দুই পায়ের ফাঁক দিয়ে কনর কোডিকে গোল করার সুযোগ করে দেন তিনি। সেই সুযোগ কাজে লাগিয়ে দলকে সমতায় ফেরান এই ইংল্যান্ড ফুটবলার।
মার্কাস রাশফোর্ডের দুর্দান্ত নৈপুণ্যে গতকাল এফএ কাপে এভারটনের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দল জয় পেলেও হাস্যকর এক ভুল করেছেন ম্যানইউর গোলরক্ষক দাভিদ দি হেয়া।
সেই ভুলের জন্য এখন ব্যাপক সমালোচিতও হচ্ছেন দি হেয়া। তাঁকে সবচেয়ে কঠোর সমালোচনা শুনতে হয়েছে তারই ক্লাবের সাবেক অধিনায়ক রয় কিনের। তাঁর ভুলকে হাস্যরস ফিল্ম সিরিজ ‘ক্যারি অনের’ সঙ্গে তুলনা করেছেন কিন। এমনকি দি হেয়াকে মাতালের সঙ্গেও তুলনা করেছেন তিনি।
ম্যাচের বিরতির সময় এমন সমালোচনা করেছেন কিন। আইটিভির পণ্ডিতদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেছেন, ‘শুনুন, এটি একজন আন্তর্জাতিক গোলরক্ষকের কাছ থেকে জঘন্য ভুল। এটি এমন মনে হচ্ছিল, যেন গোলরক্ষককে উঠিয়ে দেওয়া হয়েছে। আর বাইরের একজন খেলোয়াড় এসে গোল দিয়েছে। সে তখন জানে না কী করবে। এটি ভয়াবহ এক ভুল।’
দি হেয়াকে ‘মাতালের’ সঙ্গেও তুলনা করেছেন কিন। তিনি বলেছেন, ‘এটি যেন ক্যারি অন ফুটবলের মতো। তাকে দেখে মনে হয়েছিল, সে কিছু মদ খেয়ে নেমেছে। একজন কোচ অথবা খেলোয়াড় হিসেবে তুমি তাকে হত্যা করতে চাইবে।’
ম্যাচের ১৪ মিনিটে ভুলটি করেছিলেন দি হেয়া। তখন পর্যন্ত এক গোলে এগিয়ে ছিলেন তাঁরা। ৩২ বছর বয়সী গোলরক্ষকের ভুলে সে সময় সমতায় ফেরে এভারটন। প্রতিপক্ষের মিডফিল্ডার আমাদু ওনানার বক্সের ভেতর থেকে গোলবারে নেওয়া দুর্বল শটটিকে তালগোল পাকিয়ে ফেলেন স্প্যানিশ গোলরক্ষক। এক পোস্ট ধরে নিজের দুই পায়ের ফাঁক দিয়ে কনর কোডিকে গোল করার সুযোগ করে দেন তিনি। সেই সুযোগ কাজে লাগিয়ে দলকে সমতায় ফেরান এই ইংল্যান্ড ফুটবলার।
অচেনা দেশ, আসার আগে তাই পরিবার থেকেও পেয়েছিলেন সতর্কবার্তা। কিন্তু পা রাখার পর সবকিছুই যেন আপন মনে হচ্ছে সাঈদ খোদারাহমির। ইরানি এই কোচের হাত ধরে অচেনা ফুটসালকেও আপন করে নিতে চায় বাংলাদেশ।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে দীর্ঘ দিন কাজ করেছেন মিনহাজুল আবেদীন নান্নু। প্রশংসার চেয়ে সমালোচিতই বেশি হয়েছেন প্রধান নির্বাচক হিসেবে। নান্নু এখন কাজ করছেন বিসিবির হেড অব প্রোগ্রাম হিসেবে। এশিয়া কাপ, বিশ্বকাপে খেলার আগে তিনি বিসিবিকে কিছু পরামর্শ দিয়েছেন।
৪ ঘণ্টা আগেখেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
৭ ঘণ্টা আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
৭ ঘণ্টা আগে