গাংনীতে জমে উঠেছে ঐতিহ্যবাহী বামন্দী পশুহাট
খামারি ও বাড়িতে পশু পালনকারীরা এখন ব্যস্ত সময় পার করছেন। কেউ পরিবারের প্রয়োজনে কয়েকটি গরু লালন-পালন করছেন, আবার কেউ বাণিজ্যিকভাবে খামার করছেন। পারিবারিকভাবেই গরু, ছাগল, ভেড়া ও এমনকি মহিষও পালন করছেন অনেকে। সারা বছরের যত্ন আর ভালোবাসায় গরু বড় করে এখন বিক্রির সময় এসেছে। অনেকের জন্য কোরবানির গরু বিক্রি