Ajker Patrika

রাস্তায় করাতকলের কাঠ, শুকানো হচ্ছে খড়ি, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি 
আপডেট : ২৪ মে ২০২৫, ১৬: ২৪
রাস্তার দুই পাশে রাখা খড়ি। গাংনী উপজেলার করমদী এলাকা থেকে তোলা। ছবি: আজকের পত্রিকা
রাস্তার দুই পাশে রাখা খড়ি। গাংনী উপজেলার করমদী এলাকা থেকে তোলা। ছবি: আজকের পত্রিকা

রাস্তার ওপরই শুকানো হচ্ছে খড়ি। রাখা হয়েছে করাতকলের কাঠ। এ ছাড়া অনেকে রাস্তার পাশে গরুর গোবর, ভাঙারির টিনের বস্তা স্তূপ রেখেছে। তাতে রাস্তা আরও নোংরা হয়ে রয়েছে। মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন রাস্তায় এমন দৃশ্য চোখে পড়েছে। খড়, কাঠ, ভাঙা জিনিসপত্রের স্তূপের কারণে এসব রাস্তা দিয়ে চলাচল করতে যানবাহন ও পথচারীদের বেশ অসুবিধা হচ্ছে। বিশেষ করে সামান্য বৃষ্টি হলে এসব রাস্তায় চলাচল আরও কঠিন হয়ে পড়ে। এতে যেকোনো মুহূর্তে কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার শঙ্কা বাড়ছে। এমন পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে মোটরসাইকেল যাত্রী, ভ্যানচালক, অটোচালকসহ যাত্রী, পথচারীরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

স্থানীয়রা বলছেন, রাস্তায় এসব কাঠ, খড়ি রাখা কোনোভাবেই ঠিক নয়। এর কারণে অনেক দুর্ঘটনা ঘটতে পারে। যারা রাস্তার ওপরে করাতকল কাঠ, খড়ি শুকানো ও রাস্তার পাশে ভাঙা জিনিসপত্র স্তূপ করে রাখছে, তাদের ভাবা উচিত, এসবের কারণে যানবাহন ও পথচারীরা দুর্ঘটনার মধ্যে পড়তে পারে।

পথচারী মো. তামিম আহমেদ বলেন, গ্রামের রাস্তাগুলো তেমন প্রশস্ত নয়। আর রাস্তাগুলোতে এসব জিনিস রাখার কারণে মোটরসাইকেল চালিয়ে যেতে অনেক বিড়ম্বনায় পড়তে হয়। অনেক সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি দেওয়া দরকার।

অটোচালক লাল্টু মিয়া বলেন, ‘রাস্তায় যাওয়ার সময় অন্য যানবাহনকে সাইড দিতে যাওয়ার সময় দুর্ঘটনার ভয়ে থাকি। রাস্তায় বাধা সৃষ্টি করে—এমন সব জিনিস রাখতে দেওয়া উচিত নয়। যেসব রাস্তার পাশে করাতকল রয়েছে, সেখানে কিছু কিছু কাঠ রাস্তার ওপরই রাখা হয়। প্রশাসনের লোকজন যদি এগুলো সরেজমিন ঘুরে দেখেন এবং এগুলো যারা রাস্তায় রাখছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন, তাহলে পরবর্তী সময় কেউ আর এগুলো রাখার সাহস পাবে না।’ ভ্যানচালক আজমাইন হোসেন বলেন, ‘মেইন রাস্তায় এভাবে করাতকলের কাঠ, খড়ি শুকানো ও রাস্তার পাশে খড়ি শুকাতে দেওয়া উচিত নয়। এসবের কারণে অনেক সময় দুর্ঘটনার কবলে পড়তে হয়।’

এ বিষয়ে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন বলেন, ‘বিষয়টি নজরে দেওয়ার জন্য ধন্যবাদ। রাস্তায় কোনো কিছু রেখে চলাচলে বিঘ্ন ঘটানো অপরাধ। এগুলোর কারণে রাস্তায় চলার সময় দুর্ঘটনাও ঘটতে পারে। তাই যারা রাস্তায় এসব রাখবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত