চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া উপজেলায় সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার (টমটম) মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন অটোরিকশার যাত্রী। বৃহস্পতিবার রাত সোয়া 8টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের কুতুবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণীর নাম আরফা বেগম (১৮)। তিনি মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের বারইয়াপাড়া গ্রামের মোক্তার আহমদের মেয়ে। আহত ব্যক্তিদের নাম তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি। তাঁদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
চকরিয়া থানা সূত্রে জানা যায়, বদরখালী স্টেশন থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা চকরিয়ার দিকে যাচ্ছিল। অটোরিকশাটি বদরখালীর কুতুবনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশার যাত্রী আরফা বেগম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে আরফা বেগমকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন ভূঁইয়া নিহত তরুণীর সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনাকবলিত অটোরিকশা জব্দ করা হয়েছে। নিহত তরুণীর মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
কক্সবাজারের চকরিয়া উপজেলায় সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার (টমটম) মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন অটোরিকশার যাত্রী। বৃহস্পতিবার রাত সোয়া 8টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের কুতুবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণীর নাম আরফা বেগম (১৮)। তিনি মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের বারইয়াপাড়া গ্রামের মোক্তার আহমদের মেয়ে। আহত ব্যক্তিদের নাম তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি। তাঁদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
চকরিয়া থানা সূত্রে জানা যায়, বদরখালী স্টেশন থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা চকরিয়ার দিকে যাচ্ছিল। অটোরিকশাটি বদরখালীর কুতুবনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশার যাত্রী আরফা বেগম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে আরফা বেগমকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন ভূঁইয়া নিহত তরুণীর সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনাকবলিত অটোরিকশা জব্দ করা হয়েছে। নিহত তরুণীর মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঢাকা বিভাগীয় কমিশনারের সংবাদ সম্মেলনে ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক ঘটনার দিন থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত যৌথ বাহিনীর অভিযানে গোপালগঞ্জের বিভিন্ন স্থান থেকে ২৫ জনকে আটক করার বিষয়টি নিশ্চিত করেন।
২১ মিনিট আগেসকাল ৮টায় তিন ধাপে শুরু হয় ম্যারাথন। প্রথম ধাপে ছিলেন আহত জুলাই যোদ্ধারা, পরে হয় দৌঁড়বিদদের প্রতিযোগিতা। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মুফিদুল আলম।
২১ মিনিট আগে২০২৩ সালে পূবালী ব্যাংকের শেরপুর শাখায় বন্ধক রাখা একটি সম্পত্তিও রেজিস্ট্রি হয়ে যায় স্থানীয় এক ব্যক্তির নামে। জমির মালিক পুলক চন্দ্র দত্ত জানান, একজন দাদন ব্যবসায়ী টাকা দেওয়ার সময় তার কাছ থেকে ফাঁকা স্ট্যাম্পে সই নিয়েছিল।
২৫ মিনিট আগেখুলনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সহসভাপতি অমরেশ কুমার মণ্ডল বলেন, “আঠারোমাইল থেকে পাইকগাছা পর্যন্ত ছয়টি স্থানে রাস্তার অবস্থা খুব খারাপ। আমরা কিছু জায়গায় নিজেরা ইট-বালু ফেলে চলাচল সহজ করার চেষ্টা করছি।”
৩০ মিনিট আগে