Ajker Patrika

মেহেরপুরের মুজিবনগরে নারী, শিশুসহ ১৯ জনকে পুশ ইন বিএসএফের

মেহেরপুর প্রতিনিধি
মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে আজ রোববার নারী, পুরুষ ও শিশুদের পুশ ইন করেছে বিএসএফ। ছবি: সংগৃহীত
মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে আজ রোববার নারী, পুরুষ ও শিশুদের পুশ ইন করেছে বিএসএফ। ছবি: সংগৃহীত

মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে নারী, শিশুসহ ১৯ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ রোববার ভোরে সীমান্তের কাঁটাতারের গেট খুলে তাঁদের জোরপূর্বক বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হয়। সীমান্ত পেরিয়ে এসব নারী, পুরুষ ও শিশুদের মুজিবনগর থানা-পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

আটক হওয়াদের মধ্যে পাঁচজন পুরুষ, পাঁচজন নারী এবং ৯টি শিশু রয়েছে।

ভারত থেকে আসা কয়েকজন দাবি করেছেন, তাঁরা সবাই বাংলাদেশি। অবৈধভাবে তাঁরা বিভিন্ন সময়ে ভারতে যান। কিছুদিন আগে ভারতীয় পুলিশ তাঁদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে আজ ভোরে বিএসএফ তাঁদের মুজিবনগরে সোনাপুর সীমান্তে নিয়ে আসে। সেখানে কাঁটাতারের বেড়ার গেট খুলে জোরপূর্বক বাংলাদেশে আসতে বাধ্য করে বিএসএফ।

মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ১৯ জনই বাংলাদেশি বলে দাবি করেছেন। তবে তাঁদের কাছে জাতীয় পরিচয়পত্র না থাকায় তাঁরা বাংলাদেশি কি না—তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। এরা নীলফামারী, কুড়িগ্রামসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বাসিন্দা বলে পুলিশের কাছে দাবি করেছেন। তাঁদের দেওয়া পরিচয় যাচাই করার পর এ ব্যাপারে আইনানুগ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্বে ১৮৬ দেশের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ মাত্র একটি: গবেষণা

একচেটিয়া ভাতা লেনদেনের সুবিধা হারাচ্ছে ‘নগদ’

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন প্রধান বিচারপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগের নাটক সাজানো হয়: গয়েশ্বর চন্দ্র রায়

আপনার ছেলেমানুষি মানায় না: প্রধান উপদেষ্টার উদ্দেশে দুদু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত