Ajker Patrika

জুমার নামাজের সময় গাংনীতে চারটি মোটরসাইকেল চুরি

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি 
আপডেট : ১৬ মে ২০২৫, ১৮: ৫১
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মেহেরপুরের গাংনীতে জুমার নামাজের সময় চারটি মোটরসাইকেল চুরি হয়েছে। আজ শুক্রবার দুপুরে গাংনী পৌরসভার উত্তরপাড়ার কারবান ফার্নিচারের সামনে থেকে দুটি ও গাংনী পৌরসভা মসজিদের সামনে থেকে দুটি মোটরসাইকেল চুরি হয়। মুসল্লিরা নামাজে থাকতেই চোরেরা মোটরসাইকেলগুলো নিয়ে পালিয়ে যায়।

চুরি যাওয়া মোটরসাইকেলের মালিকেরা হলেন গাংনী পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের সোলায়মান হোসেনের ছেলে হাবিবুর রহমান লিখন, উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের মৃত সালামত শেখের ছেলে রকিবুল ইসলাম, চৌগাছা ৪ নম্বর ওয়ার্ডের জামাল উদ্দিনের ছেলে কাবরান আলী ও ধানখোলা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে বিল্লাল হোসেন।

স্থানীয় বাসিন্দারা জানান, মুসল্লিরা মোটরসাইকেল বাইরে রেখে নামাজ পড়ছিলেন। নামাজ শেষ করে গিয়ে দেখেন মোটরসাইকেল নেই।

ভুক্তভোগী কাবরান আলী বলেন, ‘নামাজের সময় চুরির ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। আমরা কেউ কল্পনাও করতে পারিনি নামাজের সময় মোটরসাইকেল চুরি করে নিয়ে যাবে। তবে আমার গাড়িতে যে তেল রয়েছে, তাতে ৩ তিন কিলোমিটারের বেশি যেতে পারবে না।’ এ ঘটনায় দুপুরে গাংনী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

ভুক্তভোগী বিল্লাল হোসেন বলেন, ‘ফার্নিচারের সামনে মোটরসাইকেল রেখে নামাজে গিয়েছিলাম। এসে দেখি মোটরসাইকেল নেই।’

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, চুরির খবর পাওয়ার পরপরই প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুটি স্থান থেকে মোট চারটি মোটরসাইকেল চুরি হয়েছে। থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। তদন্ত শুরু হয়েছে, মোটরসাইকেল উদ্ধারের জন্য পুলিশ মাঠে কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত