সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে নিখোঁজের দুই দিন পর নয়ন নাথ (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের রহমতনগর (নাথপাড়া) এলাকার মুক্তার পুকুরের উত্তর পাড়ের জঙ্গল থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।
নয়ন ওই এলাকার কালাচাঁদের বাড়ির বাবুল নাথের ছেলে। তিনি পৌর সদরের প্রীতি এন্টারপ্রাইজ নামের একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।
নয়নের পরিবার ও স্থানীয়দের বরাতে জানা গেছে, মঙ্গলবার সকালে নয়ন দোকানে যাওয়ার পর দুপুরে খাওয়ার জন্য বাড়িতে ফিরে আসেন। পরে আত্মীয়স্বজনকে ফোন করে বিপদের কথা জানিয়ে টাকা চান। কী কারণে টাকা দরকার জানতে চাইলে তিনি কিছু বলতে চাননি। একপর্যায়ে মায়ের কাছে থাকা স্বর্ণের এক জোড়া দুল নিয়ে তিনি আবার বাইরে চলে যান। এরপর থেকে তাঁর কোনো খোঁজ মেলেনি।
পরিবারের সদস্যরা বুধবার দিনভর আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁকে পাননি। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের মুক্তার পুকুরের জঙ্গলে একটি মেহগনি গাছে নয়নের মরদেহ ঝুলতে দেখেন পুকুরের মাছচাষি জাবাল হোসেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান এবং পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা অর্জুন কুমার নাথ বলেন, ‘মরদেহটি গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা ছিল। আশপাশে ঘন জঙ্গল থাকায় কারও চোখে পড়েনি। তাঁর শরীরে ফোসকা ও গভীর আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা টাকার জন্য তাঁকে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে রেখেছে বলে ধারণা করছি।’
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
চট্টগ্রামের সীতাকুণ্ডে নিখোঁজের দুই দিন পর নয়ন নাথ (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের রহমতনগর (নাথপাড়া) এলাকার মুক্তার পুকুরের উত্তর পাড়ের জঙ্গল থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।
নয়ন ওই এলাকার কালাচাঁদের বাড়ির বাবুল নাথের ছেলে। তিনি পৌর সদরের প্রীতি এন্টারপ্রাইজ নামের একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।
নয়নের পরিবার ও স্থানীয়দের বরাতে জানা গেছে, মঙ্গলবার সকালে নয়ন দোকানে যাওয়ার পর দুপুরে খাওয়ার জন্য বাড়িতে ফিরে আসেন। পরে আত্মীয়স্বজনকে ফোন করে বিপদের কথা জানিয়ে টাকা চান। কী কারণে টাকা দরকার জানতে চাইলে তিনি কিছু বলতে চাননি। একপর্যায়ে মায়ের কাছে থাকা স্বর্ণের এক জোড়া দুল নিয়ে তিনি আবার বাইরে চলে যান। এরপর থেকে তাঁর কোনো খোঁজ মেলেনি।
পরিবারের সদস্যরা বুধবার দিনভর আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁকে পাননি। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের মুক্তার পুকুরের জঙ্গলে একটি মেহগনি গাছে নয়নের মরদেহ ঝুলতে দেখেন পুকুরের মাছচাষি জাবাল হোসেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান এবং পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা অর্জুন কুমার নাথ বলেন, ‘মরদেহটি গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা ছিল। আশপাশে ঘন জঙ্গল থাকায় কারও চোখে পড়েনি। তাঁর শরীরে ফোসকা ও গভীর আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা টাকার জন্য তাঁকে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে রেখেছে বলে ধারণা করছি।’
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন থেকে হরিণের মাংস পাচারের সময় দুজনকে আটক করেছেন বনরক্ষীরা। আজ বৃহস্পতিবার সকালে মঠবাড়িয়ার বাবুরহাট বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা সুন্দরবন থেকে হরিণ শিকার করে মাংস ঢাকা নিয়ে যাচ্ছিলেন। তাঁদের বিরুদ্ধে মামলা করে বাগেরহাট আদালতে সোপর্দ করা হবে।
২ মিনিট আগেঅফিস থেকে ধরে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আওয়ামীপন্থী তিন কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করেছেন কতিপয় ব্যক্তি। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিতিতে তাঁদের মতিহার থানায় হস্তান্তর করা হয়।
৭ মিনিট আগেরংপুরের পীরগাছায় বজ্রপাতে শিপন (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় দুই শিশুসহ ৩ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কান্দি ইউনিয়নের পাঠক শিকড় গ্রামে এ ঘটনা ঘটে। শিপন ওই গ্রামের আব্দুর ছাত্তার মিয়ার ছেলে।
৮ মিনিট আগেঋণে জর্জরিত মো. রিফাত (২৮) টাকা পরিশোধ নিয়ে চোখ-মুখে অন্ধকার দেখছিলেন। তখন এক বন্ধু পরামর্শ দিলেন অটোরিকশা ছিনতাই করে বিক্রি করার। সে পরামর্শ মেনে আরেক বন্ধু মো. তাফরুল ইসলাম সৈকতকে (১৯) গভীর রাতে কুপিয়ে হত্যা করে তাঁর রিকশাটি ছিনিয়ে নেন রিফাত। এমন ঘটনা ঘটেছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার...
১১ মিনিট আগে