অজুহাত নয়, জয়ই চেয়েছিলেন সাকিব
ধর্মশালায় আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ দল। বোলিং, ব্যাটিং ও ফিল্ডিংয়ে নিজেদের নিংড়ে দিয়েছেন সাকিব আল হাসানরা। শেষ পর্যন্ত যত সহজে ম্যাচ জিতেছে বাংলাদেশ, শুরুটা কিন্তু তেমন ছিল না। পাওয়ার প্লেতে নতুন বলে উইকেট নিতে পারেননি পেস বোলাররা।