নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লাহোরে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ৪৭ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে তারা। ড্রেসিংরুমে ফিরে গেছেন–মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও তাওহীদ হৃদয়।
আফগানিস্তানের বিপক্ষে ‘মেকশিফট’ ওপেনার মিরাজ খেলেছিলেন ১১৯ বলে ১১২ রানের অসাধারণ এক ইনিংস। এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে আজ পাকিস্তানের বিপক্ষেও ওপেনিংয়ে মিরাজের ওপর আস্থা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। তবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ আর কাব্যিক ইনিংস খেলতে পারলেন না।
দ্বিতীয় ওভারের প্রথম বলেই নাসিম শাহের লেংথের বল ফ্লিক করতে গিয়ে মিড উইকেটে ফখর জামানের হাতে সহজ ক্যাচ দিয়ে ফিরে গেছেন মিরাজ। বলের গতি খুব বেশি ছিল না। গোল্ডেন ডাকে ফিরে গেছেন তিনি।
দ্বিতীয় উইকেটে লিটন দাস ও নাঈম রান বাড়াতে থাকেন দ্রুত। শুরুতে ১.৪ ওভারে কোনো রানই তুলতে পারেনি তারা। এর পর ৪.৪ ওভারে হতেই বাংলাদেশের স্কোরে দুজনে জমা করেন ৩১ রান। তবে জুটি বড় হতে দেননি শাহিন শাহ আফ্রিদি। পঞ্চম ওভারের পঞ্চম বলে অফ স্টাম্পের বাইরে শর্ট লেংথ থেকে লাফিয়ে ওঠা বলে খোঁচা দিয়েছেন লিটন। ব্যাটের কানায় লেগে জমা পড়ে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে।
নাজমুল হোসেন শান্তর জায়গায় ফেরা লিটনের ব্যাট থেকে আসে ১৩ বলে ১৬ রান। হারিস রউফ আক্রমণে এসে নিজের প্রথম ওভারেই ফেরালেন নাঈমকে। প্রথম পাওয়ার প্লেতে রউফকে এবারের এশিয়া কাপে আগের দুই ম্যাচে দেখা যায়নি। তবে আজ বাউন্ডারিতে ফিল্ডিং করতে গিয়ে চোট পান নাসিম। যার ফলে তাঁর জায়গায় আসেন রউফ। শর্ট বলে পুল করতে গিয়ে নাঈম বল তুলে দেন অনেক ওপরে। ক্যাচও নেন রউফ। ২৫ বলে ২০ রান করেন নাঈম।
ইনিংসের ১০ম ওভারে তাওহীদ হৃদয়কেও ফেরান রউফ। ঘণ্টায় ১৪৫ কিলোমিটার গতির বলটি ব্যাট ঘুরিয়ে খেলার সুযোগই পাননি হৃদয়। স্টাম্পের লালবাতি জ্বালিয়ে দিল বল। ৯ বলে ২ রান আসে তাঁর ব্যাট থেকে। এশিয়া কাপে হৃদয়ের ব্যাট এ পর্যন্ত অনুজ্জ্বলই থাকল। তিন ম্যাচে তাঁর স্কোর–২০,০ ও ২ রান।
এ রিপোর্ট পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১১ ওভারে ৪ উইকেটে ৩৩ রান। সাকিব আল হাসান ৮ ও মুশফিকুর রহিম ৩ রানে ব্যাটিং করছেন।
লাহোরে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ৪৭ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে তারা। ড্রেসিংরুমে ফিরে গেছেন–মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও তাওহীদ হৃদয়।
আফগানিস্তানের বিপক্ষে ‘মেকশিফট’ ওপেনার মিরাজ খেলেছিলেন ১১৯ বলে ১১২ রানের অসাধারণ এক ইনিংস। এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে আজ পাকিস্তানের বিপক্ষেও ওপেনিংয়ে মিরাজের ওপর আস্থা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। তবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ আর কাব্যিক ইনিংস খেলতে পারলেন না।
দ্বিতীয় ওভারের প্রথম বলেই নাসিম শাহের লেংথের বল ফ্লিক করতে গিয়ে মিড উইকেটে ফখর জামানের হাতে সহজ ক্যাচ দিয়ে ফিরে গেছেন মিরাজ। বলের গতি খুব বেশি ছিল না। গোল্ডেন ডাকে ফিরে গেছেন তিনি।
দ্বিতীয় উইকেটে লিটন দাস ও নাঈম রান বাড়াতে থাকেন দ্রুত। শুরুতে ১.৪ ওভারে কোনো রানই তুলতে পারেনি তারা। এর পর ৪.৪ ওভারে হতেই বাংলাদেশের স্কোরে দুজনে জমা করেন ৩১ রান। তবে জুটি বড় হতে দেননি শাহিন শাহ আফ্রিদি। পঞ্চম ওভারের পঞ্চম বলে অফ স্টাম্পের বাইরে শর্ট লেংথ থেকে লাফিয়ে ওঠা বলে খোঁচা দিয়েছেন লিটন। ব্যাটের কানায় লেগে জমা পড়ে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে।
নাজমুল হোসেন শান্তর জায়গায় ফেরা লিটনের ব্যাট থেকে আসে ১৩ বলে ১৬ রান। হারিস রউফ আক্রমণে এসে নিজের প্রথম ওভারেই ফেরালেন নাঈমকে। প্রথম পাওয়ার প্লেতে রউফকে এবারের এশিয়া কাপে আগের দুই ম্যাচে দেখা যায়নি। তবে আজ বাউন্ডারিতে ফিল্ডিং করতে গিয়ে চোট পান নাসিম। যার ফলে তাঁর জায়গায় আসেন রউফ। শর্ট বলে পুল করতে গিয়ে নাঈম বল তুলে দেন অনেক ওপরে। ক্যাচও নেন রউফ। ২৫ বলে ২০ রান করেন নাঈম।
ইনিংসের ১০ম ওভারে তাওহীদ হৃদয়কেও ফেরান রউফ। ঘণ্টায় ১৪৫ কিলোমিটার গতির বলটি ব্যাট ঘুরিয়ে খেলার সুযোগই পাননি হৃদয়। স্টাম্পের লালবাতি জ্বালিয়ে দিল বল। ৯ বলে ২ রান আসে তাঁর ব্যাট থেকে। এশিয়া কাপে হৃদয়ের ব্যাট এ পর্যন্ত অনুজ্জ্বলই থাকল। তিন ম্যাচে তাঁর স্কোর–২০,০ ও ২ রান।
এ রিপোর্ট পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১১ ওভারে ৪ উইকেটে ৩৩ রান। সাকিব আল হাসান ৮ ও মুশফিকুর রহিম ৩ রানে ব্যাটিং করছেন।
ভারত ম্যাচের আগ দিয়ে উন্মোচন হয়েছিল বাংলাদেশে অ্যাওয়ে জার্সি। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তাই হোম জার্সি কেমন হবে সেটাই ছিল দেখার অপেক্ষা। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাদা রংয়ের হোম জার্সি উন্মোচন করল বাফুফের...
২ ঘণ্টা আগেআরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
৩ ঘণ্টা আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
৪ ঘণ্টা আগেপ্রাইজমানি বেড়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে। ২৪ লাখ মার্কিন ডলার থেকে এবার প্রাইজমানি বেড়ে দাঁড়িয়েছে ৫৭ লাখ ৬০ হাজার ডলার। অর্থাৎ দ্বিগুণেরও বেশি বেড়ে দাঁড়িয়েছে প্রাইজমানি। আর তাতে বাংলাদেশ দলেরও প্রাপ্য টাকা বেড়েছে।
৪ ঘণ্টা আগে