আফগানিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু হলো বাংলাদেশের। আজ ধর্মশালায় আফগানদের দেওয়া ১৫৭ রানের লক্ষ্য তাড়ায় মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর ফিফটিতে ৬ উইকেটে জিতেছে সাকিব আল হাসানের দল। এই জয়ের পথে দলীয় রেকর্ডের সঙ্গে বেশ কয়েকটি ব্যক্তিগত রেকর্ডও হয়েছে। দেখে নেওয়া যাক সেসব রেকর্ড—
২. বিশ্বকাপে বাংলাদেশের হয়ে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ফিফটি ও ও তিন উইকেট পেলেন মেহেদী হাসান মিরাজ। ২০১৯ বিশ্বকাপে সাউদাম্পটনে আফগানিস্তানের বিপক্ষেই এই কীর্তি গড়েছিলেন সাকিব আল হাসান।
৩. এ নিয়ে ভারতের মাটিতে ওয়ানডেতে তিন ম্যাচ জিতল বাংলাদেশ। আগের দুটি কেনিয়া (১৯৯৮) ও জিম্বাবুয়ের বিপক্ষে (২০০৬)। আর বিশ্বকাপে আফগানদের বিপক্ষে তিনবারের মুখোমুখিতে তিনবারই জিতল বাংলাদেশ।
৪. এ নিয়ে টানা চার ইনিংসে পঞ্চাশোর্ধ্ব ইনিংসের দেখা পেলেন নাজমুল হোসেন শান্ত।
১২. আফগানিস্তানের বিপক্ষে ৩ উইকেট নিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় ১২ তম স্থানে উঠে এলেন সাকিব। তাঁর উইকেট সংখ্যা ৩০ ইনিংসে ৩৭। স্পিনারদের মধ্যে এ তালিকায় তৃতীয় স্থানে ৩৬ বছর বয়সী অলরাউন্ডার।
১৩. ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের টানা হার। এই লজ্জার রেকর্ডে তাদের ওপরে আছে স্কটল্যান্ড (১৪) ও জিম্বাবুয়ে (১৮)।
৩৭. এ নিয়ে টানা পঞ্চম ওয়ানডে বিশ্বকাপ খেলা সাকিব সর্বোচ্চ ম্যাচ খেলায় ছাড়িয়ে গেলেন নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরিকে (৩৬)। আর তিন ম্যাচ খেললে এ তালিকায় বাংলাদেশ অধিনায়ক ছুঁয়ে ফেলবেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহিরকে। সর্বোচ্চ ৬৮ ম্যাচ খেলে এ তালিকায় মোটামুটি ধরাছোঁয়ার বাইরে শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন।
৯২. বলের ব্যবধানে বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ জয়।
৭৫৭. এ বছর ওয়ানডেতে নাজমুল হোসেন শান্তর রান, যা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ।
১১৬০. ওয়ানডে বিশ্বকাপে সাকিবের রানসংখ্যা। ধর্মশালায় আফগানদের বিপক্ষে ১৪ রান করে দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসকে টপকে তিনি এই তালিকায় উঠে এসেছেন ৮ নম্বরে।
আফগানিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু হলো বাংলাদেশের। আজ ধর্মশালায় আফগানদের দেওয়া ১৫৭ রানের লক্ষ্য তাড়ায় মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর ফিফটিতে ৬ উইকেটে জিতেছে সাকিব আল হাসানের দল। এই জয়ের পথে দলীয় রেকর্ডের সঙ্গে বেশ কয়েকটি ব্যক্তিগত রেকর্ডও হয়েছে। দেখে নেওয়া যাক সেসব রেকর্ড—
২. বিশ্বকাপে বাংলাদেশের হয়ে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ফিফটি ও ও তিন উইকেট পেলেন মেহেদী হাসান মিরাজ। ২০১৯ বিশ্বকাপে সাউদাম্পটনে আফগানিস্তানের বিপক্ষেই এই কীর্তি গড়েছিলেন সাকিব আল হাসান।
৩. এ নিয়ে ভারতের মাটিতে ওয়ানডেতে তিন ম্যাচ জিতল বাংলাদেশ। আগের দুটি কেনিয়া (১৯৯৮) ও জিম্বাবুয়ের বিপক্ষে (২০০৬)। আর বিশ্বকাপে আফগানদের বিপক্ষে তিনবারের মুখোমুখিতে তিনবারই জিতল বাংলাদেশ।
৪. এ নিয়ে টানা চার ইনিংসে পঞ্চাশোর্ধ্ব ইনিংসের দেখা পেলেন নাজমুল হোসেন শান্ত।
১২. আফগানিস্তানের বিপক্ষে ৩ উইকেট নিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় ১২ তম স্থানে উঠে এলেন সাকিব। তাঁর উইকেট সংখ্যা ৩০ ইনিংসে ৩৭। স্পিনারদের মধ্যে এ তালিকায় তৃতীয় স্থানে ৩৬ বছর বয়সী অলরাউন্ডার।
১৩. ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের টানা হার। এই লজ্জার রেকর্ডে তাদের ওপরে আছে স্কটল্যান্ড (১৪) ও জিম্বাবুয়ে (১৮)।
৩৭. এ নিয়ে টানা পঞ্চম ওয়ানডে বিশ্বকাপ খেলা সাকিব সর্বোচ্চ ম্যাচ খেলায় ছাড়িয়ে গেলেন নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরিকে (৩৬)। আর তিন ম্যাচ খেললে এ তালিকায় বাংলাদেশ অধিনায়ক ছুঁয়ে ফেলবেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহিরকে। সর্বোচ্চ ৬৮ ম্যাচ খেলে এ তালিকায় মোটামুটি ধরাছোঁয়ার বাইরে শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন।
৯২. বলের ব্যবধানে বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ জয়।
৭৫৭. এ বছর ওয়ানডেতে নাজমুল হোসেন শান্তর রান, যা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ।
১১৬০. ওয়ানডে বিশ্বকাপে সাকিবের রানসংখ্যা। ধর্মশালায় আফগানদের বিপক্ষে ১৪ রান করে দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসকে টপকে তিনি এই তালিকায় উঠে এসেছেন ৮ নম্বরে।
ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
৫ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
৬ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
৭ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
৭ ঘণ্টা আগে