Ajker Patrika

মাশরাফির কাছে মিরাজ ‘নেপথ্যের নায়ক’

আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ২২: ৩০
মাশরাফির কাছে মিরাজ ‘নেপথ্যের নায়ক’

দলের প্রয়োজনে মেহেদী হাসান মিরাজকে পাওয়া যায় যেকোনো ভূমিকায়। কখনো মেকশিফ্ট ওপেনার হিসেবে তো কখনো লেট-মিডল অর্ডারে। মূলত স্পিন অলরাউন্ডার হলেও ব্যাটিংয়ে নিজেকে অনেকবার প্রমাণ করেছেন ২৫ বছর বয়সী এই অলরাউন্ডার। 

এবারের বিশ্বকাপেও বাংলাদেশের অন্যতম ভরসার নাম মিরাজ। মাশরাফি বিন মর্তুজার কাছে তিনি দলের ‘আনসাং হিরো’ বা ‘নেপথ্যের নায়ক’। আজ নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করা প্রায় ১৪ মিনিটের এক ভিডিওতে বাংলাদেশ বিশ্বকাপ দলের বিচার-বিশ্লেষণ করেছেন বাংলাদেশ বিশ্বকাপ দলের সাবেক অধিনায়ক। 

বাংলাদেশের টপ-অর্ডার এবং মিরাজের মেকশিফ্ট ওপেনার হিসেবে ইনিংস উদ্বোধনের প্রসঙ্গে মাশরাফি বলেছেন, ‘টপ-অর্ডার নিয়ে যদি আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি, এই দলের দুজন স্পেশালিস্ট ওপেনার গিয়েছে। একজন হচ্ছে লিটন এবং আরেকজন তানজিদ তামিম। এ দুজনই আমার কাছে মনে হয়, ওপেনিং করবে আর মেকশিফ্ট ওপেনার হিসেবে খেলবে মিরাজ এবং তিন নম্বরে খেলবে হচ্ছে শান্ত।’ 

মিরাজকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী ম্যাশ আরও বলেন, ‘মিরাজ হচ্ছে, আমার কাছে মনে হয় এক প্রকার আনসাং হিরো, এই দলের। যেখানে তাকে সেট করা হচ্ছে সেখানেই সে রান করছে। আমরা দেখেছি যে পাকিস্তানের সঙ্গে একটি ম্যাচে ১০০ করেছে। বাট মেকশিফ্ট ওপেনার এগেইন, আমি আগেও বলেছি যে একমাত্র নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের ওপর।’ 

মিরাজের ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েরও প্রশংসা করেছেন মাশরাফি। তাঁর কাছে যেন একটি প্যাকেজ মিরাজ, ‘অফ স্পিনারের কথা যদি বলি, যে দুজন আছে তারা হচ্ছে মেহেদী হাসান মিরাজ ও শেখ মেহেদী। শেখ মেহেদী আউটস্ট্যান্ডিং বোলার এবং শেষ প্র্যাক্টিস ম্যাচে সে একের পর এক ব্রেক থ্রু দিয়ে গেছে। এ রকম ফ্ল্যাট উইকেটে, যেভাবে বোলিং করেছে। তার বলে ভ্যারিয়েশন আছে। মিরাজও ভালো বোলিং করছে। বেসিক্যালি সে একটা প্যাকেজ। তাকে যেখানে প্রয়োজন সেখানে যেমন ব্যাটিং করানো যায়, সে সাথে সে ১০ ওভার বোলিংও করছে। সেটা এমন নয় যে, দুই-তিন মাস, দেড় দুই বছর ধরে সেটা সে করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত