Ajker Patrika

সাকিবের কথায় পথ খুঁজে পান নার্ভাস মিরাজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১৬: ২১
সাকিবের কথায় পথ খুঁজে পান নার্ভাস মিরাজ

ধর্মশালায় বাংলাদেশের স্পিনে নাকাল হয়েছেন আফগান ব্যাটাররা। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে ১৫৬ রানেই অলআউট হয়ে গেছে আফগানিস্তান। তবে ইনিংসের মাঝের ওভারে দুর্দান্ত বোলিংয়ে আফগানিস্তানের রানের গতি কমিয়ে রাখেন মিরাজ। ২৫ রান দিয়ে নিয়েছেন ৩টি উইকেট।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ দলের সবচেয়ে কিপটে বোলার মিরাজই। ৯ ওভারে বোলিং করে মেইডেন নিয়েছেন তিনটি। ইকোনমি রেট নজরকাড়া– ২.৭৭। ১৫তম ওভারে মিরাজ যখন বোলিং আক্রমণে এলেন তখন আফগানিস্তানের ১ উইকেটে ৭৪ রান। উইকেটে ছিলেন রহমানউল্লাহ গুরবাজ ও রহমত শাহ। প্রস্তুতি ম্যাচেও দারুণ বোলিং করেছিলেন মিরাজ। কিন্তু আজ প্রথম ওভারে বোলিং আক্রমণে এসেই নাকি নার্ভাস ছিলেন তিনি।

ইনিংস বিরতিতে সম্প্রচারকারী টেলিভিশনকে মিরাজ বলেন, ‘আমি সত্যিই খুশি তিনটি উইকেট পেয়েছি। প্রথম ওভারে কিছুটা নার্ভাস ছিলাম। অধিনায়ক বলেছেন, যদি ভালো এলাকায় বল করি, তাহলে ভালো হবে। আমার মনে হয় উইকেটটা একটু কঠিন, কখনো টার্ন করে, আবার কখনো সোজা বল চলে যাচ্ছে। তাই আমি চেষ্টা করেছি ভালো জায়গায় বল করার।’

আফগানিস্তানকে বড় স্কোর করতে না দেওয়ায় জয়ের ভালো সুযোগ দেখছেন মিরাজ। ম্যাচ তাড়াতাড়ি শেষ করাই তাঁদের লক্ষ্য। এই অলরাউন্ডার বললেন, ‘এটা আমাদের জন্য ভালো সুযোগ (ম্যাচ) তাড়াতাড়ি শেষ করা (ম্যাচ)। আমাদের জন্য জেতাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ ব্যাটিংয়ে নেমে মিরাজ তাড়াতাড়ি ম্যাচ শেষ করার চেষ্টাই করছেন। তিন নম্বরে নেমে ইতিমধ্যে তুলে নিয়েছেন ফিফটি।

মিরাজের পাশাপাশি সাকিবও দুর্দান্ত বোলিং করেছেন। ৮ ওভারে মাত্র ৩০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। গুরবাজ ও ইব্রাহিম জাদরান ওপেনিং জুটিতে তুলেছিলেন ৪৭ রান। ৯ম ওভারে সাকিব এনে দিয়েছেন ব্রেকথ্রু। রহমত শাহ ও নাজিবউল্লাহ জাদরানের উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। তাই মিরাজের কণ্ঠে ঝরল অধিনায়কের প্রশংসার সুর, ‘সাকিব ভাই তাড়াতাড়ি উইকেট পেয়ে প্রতিপক্ষকে চাপে ফেলেছেন, এটা আমাদের জন্য দারুণ মুহূর্ত। কারণ, অধিনায়ক সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত