Ajker Patrika

অজুহাত নয়, জয়ই চেয়েছিলেন সাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অজুহাত নয়, জয়ই চেয়েছিলেন সাকিব

ধর্মশালায় আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ দল। বোলিং, ব্যাটিং ও ফিল্ডিংয়ে নিজেদের নিংড়ে দিয়েছেন সাকিব আল হাসানরা। শেষ পর্যন্ত যত সহজে ম্যাচ জিতেছে বাংলাদেশ, শুরুটা কিন্তু তেমন ছিল না। পাওয়ার প্লেতে নতুন বলে উইকেট নিতে পারেননি পেস বোলাররা। 

৪৭ রানের দারুণ এক জুটি গড়েন দুই আফগান ওপেনার ইব্রাহিম জাদরান ও রহমানউল্লাহ গুরবাজ। ৯ম ওভারে ইব্রাহিমকে ফিরিয়ে এই জুটি ভাঙেন সাকিব। এরপরও ১০০ রানের আগে দুটির বেশি উইকেট নিতে পারেননি বাংলাদেশের বোলাররা। ম্যাচ শেষে সাকিবও জানিয়েছেন, যেভাবে শুরু করতে চেয়েছিলেন তাঁরা, সেভাবে হয়নি।

সাকিব বলেছেন, ‘আমরা যেভাবে চেয়েছিলাম, সেভাবে শুরুটা করতে পারিনি। সবাই বিশ্বাস করত একটা উইকেট পেলে, আমরা আরও (দ্রুত) উইকেটে পেতে পারি। এটা সহজ ছিল না।  কিন্তু আমরা যেভাবে বোলিং করেছি, তাতে আমি খুব খুশি।’

আফগানিস্তান ম্যাচের আগে গুয়াহাটি ও ধর্মশালায় বেশ সিরিয়াস অনুশীলন করেছে বাংলাদেশের ক্রিকেটাররা। তাই এই ম্যাচে কোনো অজুহাত নয়, জয়ই চেয়েছিলেন সাকিব, ‘আমরা গত কদিন কঠোর অনুশীলন করছি। আমরা কোনো অজুহাত দিতে চাইনি, মাঠটি আদর্শ নয় (এসব) বলে। আমরা ড্রেসিংরুমে এটি নিয়ে কথা বলেছিলাম, (পরিস্থিতি যেমনই হোক, আমাদের মানিয়ে নিতে হবে এবং ভালো খেলতে হবে)।’

বোলিংয়ে ৮ ওভারে ৩০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন সাকিব। ২৫ রানের বিপরীতে মিরাজও নিয়েছেন ৩ উইকেট। ব্যাটিংয়ে নাজমুল হোসেন শান্ত ও মিরাজ তুলে নিয়েছেন ফিফটি। ব্যক্তিগত ও সতীর্থদের পারফরম্যান্সে সন্তুষ্ট বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘আমি বোলিংয়ে অবদান রাখতে পেরে খুশি। আমাদের পাঁচজন বোলারই জ্বলে উঠেছে। তারা অবদান রেখেছে, স্পিনাররা অনেক বড় ভূমিকা পালন করেছে। তবে এটি একটি লম্বা সময়ের টুর্নামেন্ট, আমি নিশ্চিত ফাস্ট বোলাররা আরও অবদান রাখবে। মিরাজ, শান্ত...এরা আমাদের ফর্মে থাকা খেলোয়াড়; তারা সব সময় আত্মবিশ্বাসী এবং দলের জন্য ভালো করতে চায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত