নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আজ বিশ্ব শিক্ষক দিবস। এদিকে ভারতে শুরু হয়েছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। আগামী পরশু নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। বিশ্বকাপ খেলতে ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় এখন মেহেদী হাসান মিরাজ। সেখান থেকেই স্মরণ করলেন তাঁর প্রথম ক্রিকেট শিক্ষক—মো. আল মাহমুদকে।
২০১৬ সালে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মিরাজের। এর আগে বয়সভিত্তিক ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্সের পাশাপাশি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্বও দিয়েছিলেন এই স্পিন অলরাউন্ডার। কিন্তু এর আগে মিরাজের ছিল টানাপোড়েনের গল্প।
মিরাজ নজরে পড়েছিলেন স্থানীয় কোচ আল মাহমুদের। খুলনার খালিশপুর এলাকার কাশীপুর ক্রিকেট একাডেমির কোচ ছিলেন তিনি। যিনি মিরাজকে কোচিংয়ের পাশাপাশি খেলার সরঞ্জামাদি দিয়েও সহায়তা করেছিলেন। তাই বিশ্বকাপের ব্যস্ততার মধ্যেও বিশ্ব শিক্ষক দিবসে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন ক্রিকেটের প্রথম শিক্ষক আল মাহমুদকে।
আজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে মিরাজ লিখেছেন, ‘আমার আজকের ‘মিরাজ’ হয়ে ওঠার গল্পের শুরুটা যাঁর হাত ধরে, তিনি ‘মো. আল মাহমুদ’ স্যার। আমার ক্রিকেটীয় জীবনের প্রথম কোচ, যার হাত ধরে ক্রিকেটে আমার হাতেখড়ি। নানান সীমাবদ্ধতা অতিক্রম করে যে মানুষটা আমাকে প্রস্তুত করেছেন।’
আল মাহমুদসহ সব কোচের প্রতি শ্রদ্ধা জানিয়ে মিরাজ আরও লিখেছেন, ‘বিশ্ব শিক্ষক দিবসের এই দিনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই আল মাহমুদ স্যারসহ আমার অন্যান্য সকল কোচকে, যারা আমার পথচলার অংশ হয়ে ভালো-খারাপ প্রতিটি মুহূর্তে আমাকে সহায়তা করেছেন। সবার প্রতি কৃতজ্ঞতা।’
আজ বিশ্ব শিক্ষক দিবস। এদিকে ভারতে শুরু হয়েছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। আগামী পরশু নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। বিশ্বকাপ খেলতে ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় এখন মেহেদী হাসান মিরাজ। সেখান থেকেই স্মরণ করলেন তাঁর প্রথম ক্রিকেট শিক্ষক—মো. আল মাহমুদকে।
২০১৬ সালে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মিরাজের। এর আগে বয়সভিত্তিক ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্সের পাশাপাশি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্বও দিয়েছিলেন এই স্পিন অলরাউন্ডার। কিন্তু এর আগে মিরাজের ছিল টানাপোড়েনের গল্প।
মিরাজ নজরে পড়েছিলেন স্থানীয় কোচ আল মাহমুদের। খুলনার খালিশপুর এলাকার কাশীপুর ক্রিকেট একাডেমির কোচ ছিলেন তিনি। যিনি মিরাজকে কোচিংয়ের পাশাপাশি খেলার সরঞ্জামাদি দিয়েও সহায়তা করেছিলেন। তাই বিশ্বকাপের ব্যস্ততার মধ্যেও বিশ্ব শিক্ষক দিবসে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন ক্রিকেটের প্রথম শিক্ষক আল মাহমুদকে।
আজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে মিরাজ লিখেছেন, ‘আমার আজকের ‘মিরাজ’ হয়ে ওঠার গল্পের শুরুটা যাঁর হাত ধরে, তিনি ‘মো. আল মাহমুদ’ স্যার। আমার ক্রিকেটীয় জীবনের প্রথম কোচ, যার হাত ধরে ক্রিকেটে আমার হাতেখড়ি। নানান সীমাবদ্ধতা অতিক্রম করে যে মানুষটা আমাকে প্রস্তুত করেছেন।’
আল মাহমুদসহ সব কোচের প্রতি শ্রদ্ধা জানিয়ে মিরাজ আরও লিখেছেন, ‘বিশ্ব শিক্ষক দিবসের এই দিনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই আল মাহমুদ স্যারসহ আমার অন্যান্য সকল কোচকে, যারা আমার পথচলার অংশ হয়ে ভালো-খারাপ প্রতিটি মুহূর্তে আমাকে সহায়তা করেছেন। সবার প্রতি কৃতজ্ঞতা।’
অচেনা দেশ, আসার আগে তাই পরিবার থেকেও পেয়েছিলেন সতর্কবার্তা। কিন্তু পা রাখার পর সবকিছুই যেন আপন মনে হচ্ছে সাঈদ খোদারাহমির। ইরানি এই কোচের হাত ধরে অচেনা ফুটসালকেও আপন করে নিতে চায় বাংলাদেশ।
৫ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে দীর্ঘ দিন কাজ করেছেন মিনহাজুল আবেদীন নান্নু। প্রশংসার চেয়ে সমালোচিতই বেশি হয়েছেন প্রধান নির্বাচক হিসেবে। নান্নু এখন কাজ করছেন বিসিবির হেড অব প্রোগ্রাম হিসেবে। এশিয়া কাপ, বিশ্বকাপে খেলার আগে তিনি বিসিবিকে কিছু পরামর্শ দিয়েছেন।
৭ ঘণ্টা আগেখেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
৯ ঘণ্টা আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
৯ ঘণ্টা আগে