‘আমার পোলারে যারা মারছে, তাগোর বিচার না অইলে লাশ দাফন করুম না’
‘আমার পোলারে যারা মারছে, তাগোর বিচার না অইলে লাশ দাফন করুম না। টেহার অভাবে চিকিৎসা ছাড়াই আমার পোলাডা ধুঁকে-ধুঁকে মরছে।’ ছেলের মরদেহের পাশে বসে অভিযুক্তদের বিচার চেয়ে বিলাপ করছিলেন ষাটোর্ধ্ব বাবা মোহাম্মদ মোসলেম উদ্দিন...