Ajker Patrika

ডাকাত সন্দেহে ২ যুবককে পিটিয়ে হত্যা, ৪ দিন পর আদালতে মামলা

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১৭: ৪৯
ডাকাত সন্দেহে ২ যুবককে পিটিয়ে হত্যা, ৪ দিন পর আদালতে মামলা

ডাকাত সন্দেহে কুমিল্লার মুরাদনগরে গণধোলাইয়ে দুই যুবক নিহত হওয়ার চার দিন পর কুমিল্লার আদালতে মামলা হয়েছে। নিহত নুরে আলমের বাবা আব্দুস সালাম বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেছেন।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ জামাল হোসেন। 

মামলার বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ জামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, আজ মঙ্গলবার সকালে কুমিল্লার ৮ নম্বর (মুরাদনগর) আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মামলাটি আমলে নিয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নথিভুক্ত করে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। 

এদিকে এ হত্যার ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। মঙ্গলবার সকালে উপজেলার কাজিয়াতল এলাকার কাজিয়াতল-কৃষ্ণপুর সড়কে মানববন্ধন করে নুরে আলমের হত্যার ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে বিচারের দাবিতে মানববন্ধন করেন তাঁরা। 

মানববন্ধনে বক্তারা বলেন, নিহত ইসমাইল হোসেনের পরিবারের সঙ্গে জমিসংক্রান্ত ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে ডাকাত সন্দেহের ঘটনা সাজিয়ে এই হত্যা করা হয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। 

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি রাতে কুমিল্লার মুরাদনগরে ডাকাত সন্দেহে তিন যুবককে আটক করে গণপিটুনি দেয় পালাসুতা গ্রামবাসী। এতে দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন একজন। 

নিহতেরা হলেন—নুরু মিয়া (২৮)। তিনি উপজেলার কাজিয়াতল গ্রামের আব্দুস ছালামের ছেলে। অন্যজন নুরু মিয়ার বন্ধু ইসমাইল হোসেন (২৭)। তিনি উপজেলার পালাসুতা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। তাঁদের আরেক বন্ধু শাহজাহান (২৮) গুরুতর আহত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি সদর দক্ষিণ থানার বাগমারা গ্রামের সেলিম মিয়ার ছেলে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত