Ajker Patrika

রাবিতে মোবাইল ফোন ছিনতাইয়ের সময় দুজন আটক, মারধর, মোটরসাইকেলে আগুন

রাবি প্রতিনিধি
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ১৬: ২৫
রাবিতে মোবাইল ফোন ছিনতাইয়ের সময় দুজন আটক, মারধর, মোটরসাইকেলে আগুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস থেকে মোবাইল ফোন ছিনতাইয়ের পর মোটরসাইকেলে পালানোর সময় দুজনকে আটক করে পিটুনি দিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় উত্তেজিত শিক্ষার্থীরা তাঁদের একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। গতকাল রোববার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের ঘটনায় আটক দুই যুবক হলেন নগরীর তেরোখাদিয়া ডাবতলা এলাকার সাহিল আহমেদ ধ্রুব এবং কোর্ট স্টেশন এলাকার মো. ফয়সাল। 

প্রত্যক্ষদর্শী ও প্রক্টর দপ্তর সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হল প্রাধ্যক্ষের বাসভবনের সামনে থেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী রায়হানুল ফিরদাউসের মোবাইল ফোন ছিনতাই করে মোটরসাইকেলে পালাচ্ছিলেন দুজন। এ সময় ওই শিক্ষার্থী ‘ছিনতাইকারী’ বলে চিৎকার দিতে থাকেন। 

পরে ছিনতাইকারীরা শহীদ জিয়াউর রহমান হলের সামনে এলে এক শিক্ষার্থী মোটরসাইকেলটি লক্ষ্য করে বেঞ্চ ছুড়ে মারেন। এতে মোটরসাইকেলটি মাটিতে পড়ে গেলে শিক্ষার্থীরা দুজনকে ধরে শহীদ জিয়াউর রহমান ও শহীদ হবিবুর রহমান হলের অতিথি কক্ষে নিয়ে যান। এ সময় শিক্ষার্থীরা দুজনকে বেধড়ক মারধর করেন। পরে খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক গিয়ে তাঁদের উদ্ধার করেন।

এদিকে উত্তেজিত শিক্ষার্থীরা ছিনতাইকারীদের মোটরসাইকেলটি শহীদ হবিবুর রহমান হল মাঠে নিয়ে আগুন ধরিয়ে দেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই দুজনকে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘শিক্ষার্থীরা দুজন ছিনতাইকারীকে আটক করেছে এমন খবর পেয়ে আমরা সেখানে যাই। সেখান থেকে তাদের উদ্ধার করে প্রক্টর দপ্তরে নিয়ে আসি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের পুলিশে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘অভিযুক্ত দুজন আমাদের হেফাজতে আছেন। তবে এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি। মামলা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত