জামালপুর প্রতিনিধি
জামালপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ও জেলা পরিষদের নবনির্বাচিত প্যানেল চেয়ারম্যান ফারহানা সোমাকে সব রাজনৈতিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়।
আজ সোমবার গণমাধ্যমে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার জামালপুর শহরের কাচারীপাড়া এলাকার ঠিকাদার ও আওয়ামী লীগের প্রবীণ কর্মী সাইদ বিশ্ব ইজতেমায় যান। এই সুযোগে যুব মহিলা লীগের সভাপতি ফারহানা সোমার নেতৃত্বে লোকজন গিয়ে তাঁর বাড়ি দখল করে নেয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত হলে জনমনে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ন হয়েছে। এ কারণে জেলা যুব মহিলা লীগের সভাপতিসহ সব রাজনৈতিক পদ থেকে ফারহানা সোমাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আবু সাইদের মেয়ে শারমীন সুলতানা ছন্দা সাংবাদিকদের বলেন, ‘আমার বাবা বিশ্ব ইজতেমায় গেলে ফারহানা সোমার নেতৃত্বে এক-দেড় শ লোক দা, লাঠি, বাঁশসহ দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়ি দখল করে।’
কান্নাজড়িত কণ্ঠে ছন্দা বলেন, ‘ক্রয়সূত্রে আমার বাবা এই জমির মালিক। এই বাড়িতে আমরা ২৭ বছর ধরে বসবাস করছি। বাবা ইজতেমায় গেলে বাড়িতে আমি একাই ছিলাম। ফারহানা সোমার উপস্থিতিতে তার লোকজন আমাকে মারধর করে বাড়ি দখল করে নেয়। আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে।’
এ বিষয়ে ফারহানা সোমা মোবাইল ফোনে বলেন, ‘সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশের কোনো চিঠি আমি পাইনি। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেসব সঠিক নয়। সেখানে আমি জমি দখল করতে যাইনি। সেটা আমার বড় বোনের বাড়ি। মারামারির খবর শুনে আমি সেখানে গিয়েছিলাম।’
জামালপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ও জেলা পরিষদের নবনির্বাচিত প্যানেল চেয়ারম্যান ফারহানা সোমাকে সব রাজনৈতিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়।
আজ সোমবার গণমাধ্যমে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার জামালপুর শহরের কাচারীপাড়া এলাকার ঠিকাদার ও আওয়ামী লীগের প্রবীণ কর্মী সাইদ বিশ্ব ইজতেমায় যান। এই সুযোগে যুব মহিলা লীগের সভাপতি ফারহানা সোমার নেতৃত্বে লোকজন গিয়ে তাঁর বাড়ি দখল করে নেয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত হলে জনমনে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ন হয়েছে। এ কারণে জেলা যুব মহিলা লীগের সভাপতিসহ সব রাজনৈতিক পদ থেকে ফারহানা সোমাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আবু সাইদের মেয়ে শারমীন সুলতানা ছন্দা সাংবাদিকদের বলেন, ‘আমার বাবা বিশ্ব ইজতেমায় গেলে ফারহানা সোমার নেতৃত্বে এক-দেড় শ লোক দা, লাঠি, বাঁশসহ দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়ি দখল করে।’
কান্নাজড়িত কণ্ঠে ছন্দা বলেন, ‘ক্রয়সূত্রে আমার বাবা এই জমির মালিক। এই বাড়িতে আমরা ২৭ বছর ধরে বসবাস করছি। বাবা ইজতেমায় গেলে বাড়িতে আমি একাই ছিলাম। ফারহানা সোমার উপস্থিতিতে তার লোকজন আমাকে মারধর করে বাড়ি দখল করে নেয়। আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে।’
এ বিষয়ে ফারহানা সোমা মোবাইল ফোনে বলেন, ‘সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশের কোনো চিঠি আমি পাইনি। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেসব সঠিক নয়। সেখানে আমি জমি দখল করতে যাইনি। সেটা আমার বড় বোনের বাড়ি। মারামারির খবর শুনে আমি সেখানে গিয়েছিলাম।’
গুলশানে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করেছেন চালকেরা। আজ শনিবার গুলশান ও আশপাশের বিভিন্ন সড়কে এই বিক্ষোভ হয়। চালকদের দাবি, ব্যাটারিচালিত রিকশা চালানো প্যাডেলচালিত রিকশার তুলনায় সহজ, জমা কম এবং আয় বেশি। ফলে এটি তাঁদের জীবিকার জন্য বেশি উপযোগী।
১৪ মিনিট আগেসাবেক এমপি ও বিএনপি নেতা নাছির উদ্দিন চৌধুরীর দ্বিতীয় স্ত্রী ও দুই মেয়েকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে তাঁর ভাই বিএনপি নেতা মাসুক চৌধুরী ও মিলন চৌধুরীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাতে সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরের বাসায় নাছির চৌধুরীর সামনেই এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগেশেরপুরের শ্রীবরদীতে মো. আব্দুল মুন্নাফ নামে এক ছাত্রদল নেতা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেছেন। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার পৌরসভার বাহার বাজারে এক সাধারণ সভার মাধ্যমে তিনি জামায়াতে যোগদান করেন। ওই সভায় তিনি জনসম্মুখে সহযোগী সদস্য ফরম পূরণ করে জামায়াতে ইসলামীর শেরপুর জেলা আমিরের কাছে জমা
৩০ মিনিট আগেভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগ ও গ্যাসভিত্তিক শিল্পকারখানা স্থাপনের দাবিতে ইন্ট্রাকোর গ্যাস বহনকারী একটি গাড়ি আটকে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) ইন্ট্রাকো গ্রুপের এলপিজি গ্যাসভর্তি একটি কাভার্ড ভ্যান ঢাকা যাওয়ার পথে রাত ১১টার দিকে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনা
১ ঘণ্টা আগে